দেশজুড়ে

ছয় দিন পর শৈত্যপ্রবাহ থেকে মুক্ত পঞ্চগড়

শীতের জেলা পঞ্চগড়ে টানা ছয় দিন পর কেটে গেছে মৃদু শৈত্যপ্রবাহ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টায় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। গত ছয় দিন ধরেই সর্বনিম্ন তাপমাত্রা ১০ এর নিচে ওঠানামা করছিল। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement

এর আগে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রিতে নেমে শুরু হয় চলতি শীত মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ। তবে প্রতিদিন সকালেই সূর্যের মুখ দেখা গেছে। বৃহস্পতিবার সকালেও ঝলমলে রোদ ছড়িয়ে পড়ে চারদিক। বুধবার দিনের তাপমাত্রা বেড়ে রেকর্ড করা হয় ২৭ দশমিক ৩ ডিগ্রি।

প্রতিদিন দুপুরের পর হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হয়। এতে দিনমজুর, কৃষি শ্রমিকসহ খেটে খাওয়া মানুষের দুর্ভোগ দেখা দিয়েছে। দুর্ভোগ বেড়েছে রিকশা ভ্যান চালকসহ নিম্ন আয়ের মানুষের।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, ছয় দিনের মৃদু শৈত্যপ্রবাহের পর অবশেষে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত ছয় দিন ধরেই সর্বনিম্ন তাপমাত্রা ১০ এর নিচে ওঠানামা করছিল।

Advertisement

সফিকুল আলম/এফএ/জেআইএম