একুশে বইমেলা

আসছে দারুস সালাম মাসুদের গল্পগ্রন্থ ‘ঘুমন্ত ঘুঙুর’

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে কবি ও কথাসাহিত্যিক দারুস সালাম মাসুদের গল্পগ্রন্থ ‘ঘুমন্ত ঘুঙুর’। বইটি প্রকাশ করছে প্রতিভা প্রকাশ। প্রচ্ছদ এঁকেছেন মনিরুজ্জামান পলাশ।

Advertisement

দারুস সালাম মাসুদ অনেক দিন ধরেই লিখে যাচ্ছেন কবিতা, গল্প ও প্রবন্ধ। তিনি মূলত জীবনবোধ থেকেই লেখালেখি করেন। কবিতা ও গল্পে ফুটিয়ে তোলেন প্রত্যক্ষ ও পরোক্ষ উপলব্ধির নান্দনিক চিত্র।

কবি ও কথাসাহিত্যিক দারুস সালাম মাসুদের প্রথম কাব্যগ্রন্থ ‘জিন্দাজল’ এবং প্রথম গল্পগ্রন্থ ‘আয়নাকান্ত’। এটি তার তৃতীয় গ্রন্থ।

আরও পড়ুন

Advertisement

আসছে ফারুক আহমেদের গল্পগ্রন্থ ‘আমার না বলা কথা’ প্রকাশিত হলো মোহাম্মদ নূরুল হকের ‘নবাবের একদিন’

তার ‘ঘুমন্ত ঘুঙুর’ বইটিতে জীবনঘনিষ্ট ও শিল্পরুচিসম্মত ১০টি গল্প আছে। গল্পগুলো হলো: সাধ, কাঁটার মাঝে গোলাপ, ফেরা, কালো শাড়ি, পড়ন্ত বেলায়, ভুল ভাবনায়, শহর ছাড়ার দিনটি, ঘুমন্ত ঘুঙুর, সম্মিলিত তওবা এবং সন্ধান।

বইটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। পাওয়া যাবে প্রতিভা প্রকাশের শো-রুম এবং বইমেলার স্টলে। এ ছাড়া রকমারি, বইফেরী, বাতিঘর, প্রথমা, বইবাজার, পাঠক পয়েন্ট, বইয়ের দুনিয়া, বই সদাই, বইপ্রহরসহ যে কোনো অনলাইন বুকশপে পাওয়া যাবে।

এসইউ/এমএস

Advertisement