জাতীয়

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি

সম্প্রতি ছাত্র-জনতার অভ্যুত্থানের যোদ্ধারা প্রাণনাশের হুমকি, হামলা ও হত্যার শিকার হচ্ছেন উল্লেখ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি।

Advertisement

বুধবার (১৮ ডিসেম্বর) জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী সরকারের প্রতি এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী ওয়াজেদ সীমান্ত নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একই দিন গাজীপুরের কালিয়াকৈরে ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাজবীর হোসেন শিহান ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মারা যান। তার আগের রাতে চট্টগ্রাম মহানগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম যোদ্ধা জসিম উদ্দিন স্থানীয় সন্ত্রাসীদের ছুরিকাঘাতের শিকার হন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই হত্যাকাণ্ডগুলোর দুটিতে এরই মধ্যে সাতজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এই হত্যাকাণ্ডগুলোর ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি পরিলক্ষিত হচ্ছে।

আরও পড়ুন শিক্ষার্থী হত্যার ঘটনায় শিবিরের উদ্বেগ শিক্ষার্থী হত্যার দায় রাষ্ট্রকে নিতে হবে: ছাত্র মৈত্রী ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত মারা গেছেন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আত্মপ্রকাশের পর থেকেই জাতীয় নাগরিক কমিটি বলে আসছে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীকে মানুষের জানমাল রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। চার মাস অতিবাহিত হওয়ার পরও এহেন পরিস্থিতি পর্যবেক্ষণে আমরা উদ্বিগ্ন। নতুন বাংলাদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নাগরিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়।

Advertisement

বিজ্ঞপ্তিতে নাগরিক কমিটি জানায়, অত্যন্ত উদ্বেগের সঙ্গে দেখতে পাচ্ছি ফ্যাসিবাদী হাসিনার দোসর গণহত্যাকারী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং এদের উচ্ছিষ্টভোগীরা এখনো দেশে-বিদেশে সক্রিয়। সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে ফ্যাসিবাদের উচ্ছিষ্টভোগীদের দ্বারা ছাত্রহত্যার নির্দেশ প্রদান এবং গণহত্যাকারী ছাত্রলীগ কর্তৃক অভ্যুত্থানের শক্তি তরুণদের রক্ত চেয়ে বিবৃতি এই ঘটনাগুলোর সঙ্গে তাদের সংশ্লিষ্টতা ইঙ্গিত করে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি আমলে নিয়ে অনতিবিলম্বে হত্যার ঘটনাগুলোর তদন্তপূর্বক নেপথ্য তথ্য উদ্ঘাটনের আহ্বান জানাই। পাশাপাশি নতুন বাংলাদেশে অবস্থানরত নিষিদ্ধ ফ্যাসিবাদী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাই।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নাগরিক কমিটি মনে করে, অভ্যুত্থানের শক্তি ছাত্র-নাগরিকরা ফ্যাসিবাদী গণহত্যাকারী মানবতাবিরোধী হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে যেভাবে জুলাই মাসে প্রতিরোধ গড়ে তুলেছিল, ঠিক সেভাবে দল-মত-পক্ষের ঊর্ধ্বে উঠে সংহত হয়ে ফ্যাসিবাদের সকল অবশেষ ও উচ্ছিষ্টভোগীদের মোকাবিলা করবে।

এনএস/বিএ

Advertisement