প্রবাস

মালদ্বীপে বিজয় দিবস উদযাপন

 

বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে। সোমবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।

Advertisement

সান্ধ্যকালীন মূল অনুষ্ঠানটি পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। মালদ্বীপে বাংলাদেশ মিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পরে অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার প্রদত্ত বাণী সমূহ পাঠ করা হয়।

বাণীসমূহ যথাক্রমে পাঠ করেন হাইকমিশনের প্রশাসনিক কর্মকর্তা শিরিন ফারজানা, কল্যাণ সহকারী আল মামুন পাঠান ও কন্সুলার সহকারী ময়নাল হোসেন।

Advertisement

আরও পড়ুন:ইতালিতে মহান বিজয় দিবস উদযাপন 

এরপর মহান বিজয় দিবসের ওপর একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় প্রবাসী বাংলাদেশি নাগরিক যথাক্রমে খলিলুর রহমান, সিআইপি মোহাম্মদ সোহেল রানা বাংলাদেশি চিকিৎসক মোক্তার আলী লস্কর বক্তব্য দেন।

তারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়াও সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যুত্থান এ শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। পরে একটি ভিডিও প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ভারপ্রাপ্ত হাইকমিশনার মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর মুক্তিযোদ্ধাদের ও জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ও তাদের রুহের মাগফিরাত কামনা করেন ।

তিনি স্বাধীনতাযুদ্ধে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা তুলে ধরেন। তিনি মালদ্বীপ প্রবাসী সকল বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে যথাযথভাবে কাজ করার ও বৈধপথে রেমিট্যান্স পাঠিয়ে দেশ গঠনে অংশ নেওয়ার আহ্বান জানান।

Advertisement

মালদ্বীপের মালেতে ন্যাশনাল ইউনিভার্সিটির অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও মিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সবশেষে নীল দরিয়া শিল্পী গোষ্ঠীর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

এমআরএম