প্রবাস

মালদ্বীপে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন

‘প্রবাসীদের অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার’ প্রতিপাদ্যকে ধারণ করে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপের উদ্যোগে বুধবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন করা হয়েছে।

Advertisement

এ উপলক্ষে হাইকমিশনের হলরুমে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ। অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করেন মিশনের রিসেপসনিস্ট আইশাথ আসরাভী।

এরপর আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টার পাঠানো বাণীসমূহ পাঠ করেন যথাক্রমে প্রশাসনিক কর্মকর্তা শিরিন ফারজানা, কল্যাণ সহকারী আল মামুন পাঠান, কনস্যুলার সহকারী ময়নাল হোসেন ও বার্তাবাহক আবু রায়হান।

আরও পড়ুন:

Advertisement

বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতি শক্তিশালী করতে হবে 

আলোচনা পর্বে প্রবাসী বাংলাদেশিদের পক্ষে বক্তব্য দেন প্রবাসী ব্যবসায়ী ও মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান এবং মালদ্বীপ প্রবাসী মোহাম্মদ আল আমিন।

এরপর দিবসটি উদযাপনের উদ্দেশ্যে অতিথিদের নিয়ে একটি কেক কাটা হয়। প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত হাইকমিশনার সকল প্রবাসীদের বর্ণিত দিবসে শুভেচ্ছা জানান। তিনি প্রবাসীদের উত্থাপিত বিভিন্ন দাবির বিষয়ে একমত পোষণ করেন। তিনি মহান মুক্তিযুদ্ধে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

এছাড়াও তিনি সকলকে মালদ্বীপের আইনকানুন মেনে যথাযথ ভিসার মাধ্যমে সম্মানের সাথে বসবাস করার জন্য অনুরোধ জানান। বৈষম্যহীন নতুন উন্নত বাংলাদেশ গঠনে সকলে মিলে কাজ করার আশাবাদ তিনি ব্যক্ত করেন।

এমআরএম

Advertisement