দেশজুড়ে

পঞ্চগড় সীমান্ত থেকে বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ

পঞ্চগড়ের সেনপাড়া সীমান্ত থেকে ওয়াসিম (১৫) নামের এক কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ। বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের সেনপাড়া থেকে ভারতের গোড়ালবাড়ী ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।

Advertisement

বিজিবি সূত্র জানায়, বিকেলে ওই এলাকার রেজাউল করীমের ছেলে ওয়াসিম সেনপাড়া সীমান্ত দিয়ে ৪-৫ জনসহ ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় ভারতীয় গোড়ালবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। সবাই পালিয়ে এলেও বিএসএফের হাতে ধরা পড়ে ওয়াসিম। পরে তাকে গোড়ালবাড়ি ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

টোকাপাড়া ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার শফিকুল ইসলাম বলেন, বিকেলে তারা সেনপাড়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল। এসময় তাদের ধাওয়া করে একজনকে ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মো বদরুদ্দোজা জানান, ধরে নিয়ে যাওয়ার কিশোরকে ফেরত পেতে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।।

Advertisement

সফিকুল আলম/আরএইচ/জিকেএস