আগের দিন ঢাকা মেট্রোর কাছে মাত্র ১ রানে হারার ২৪ ঘণ্টা পর এবার বরিশালের সাথে ২ উইকেটের নাটকীয় জয় পেলো সিলেট।
Advertisement
আজ বুধবার সিলেট একাডেমি মাঠে লো স্কোরিং গেমে পেসার এবাদত হোসেন (৩/১৪), তোফায়েলের (৩/১৫) সাঁড়াশি বোলিং আক্রমণে মাত্র ১০৮ রানে অলআউট হয় বরিশাল। জবাবে ৭ বল আগে জয় তুলে নেয় স্বাগতিক সিলেট।
সংক্ষিপ্ত স্কোরবরিশাল: ১৮.৪ ওভারে ১০৮/১০ (ইফতিখার হোসেন ইফতি ২৬, আব্দুল মজিদ ০, ফজলে রাব্বি ২, সালমান হোসেন ইমন ১, আহরার আমিন ০, মইন খান ১১, সোহাগ গাজী ১৬, কামরুল ইসলাম রাব্বি ২৫, রুয়েল মিয়া ৭, অতিরিক্ত ১৯; এবাদত ৩/১৪, তোফায়েল ৩/১৫, খালেদ ১/২৭, জিসান ১/১০)। সিলেট: ১৮.৫ ওভারে ১০৯/৮ (তৌফিক তুষার ২১, জিসান ১২, পিনাক ঘোষ ৯ , আসাদুল্লাহ গালিব ০, ওয়াসিফ আকবর ২০, মাহফুজুর রাব্বি ১৮ অপরাজিত, নাইম হাসান সাকিব ৯, অতিরিক্ত ১৩; কামরুল ইসলাম রাব্বি ২/২৩, রুয়েল মিয়া ২/১৪, তানভীর ইসলাম ১/২৬, মেহেদি হাসান ১/২২)। ফল: সিলেট ২ উইকেটে জয়ী।
এমএমআর/জিকেএস
Advertisement