১২৯ রান করে আজ সকালে সেন্ট ভিনসেন্টে ২১ রানে জিতেছে বাংলাদেশ। তবে সিলেটে অনুষ্ঠানরত ন্যাশনাল টি-টোয়েন্টি লিগে সেই স্কোর নিয়ে খুলনার সাথে পারেনি চট্টগ্রাম। ৫ উইকেটে জিতেছে নুরুল হাসান সোহানের দল।
Advertisement
মুমিনুল হক (২), ইরফান শুক্কুর (৪) আর শাহাদাত হোসেন দিপু (৪)- তিন টপ অর্ডার কম রানে সাজঘরে ফিরলে শুরুতেই ধাক্কা খায় চট্টগ্রাম। ওপেনার মাহমুদুল হাসান জয় (৩০) আর অধিনায়ক ইয়াসির আলী রাব্বি (৩৯ বলে ৩ ছক্কা ও ৬ বাউন্ডারিতে ৬১) শুরুর ধাক্কা সামলে দিয়েও খুব বেশিদূর যেতে পারেননি। ১২৯ রানের ছোট পুঁজি নিয়ে জেতা সম্ভব হয়নি চট্টগ্রামের। যদিও জয় পেতে বেশ ঘাম ঝরেছে খুলনার। ১৮.৫ ওভার পর্যন্ত খেলতে হয় তাদের।
অধিনায়ক নুরুল হাসান সোহান (২৩ বলে ২০ অপরাজিত) একদিক আগলে রাখেন আর অভিজ্ঞ যোদ্ধা জিয়াউর রহমান জিয়া (৩৬ বলে ২ ছক্কা আর ৩ চারে ৩৯ অপরাজিত) হাত খুলে খেললেও মাত্র ৭ বল আগে জয় পায় খুলনা।
সংক্ষিপ্ত স্কোরচট্টগ্রাম: ২০ ওভারে ১২৯/৬ (মাহমুদুল হাসান জয় ৩০, মুমিনুল হক ২, ইরফান শুক্কুর ৪, শাহাদাত হোসেন দিপু ৪, ইয়াসির আলী রাব্বি ৬১, শামিম মিয়া ১৫, সাজ্জাদুল হক রিপন ৮; শেখ পারভেজ জীবন ২/১৮, জায়েদউল্লাহ ২/২৬, আল আমিন হোসেন ও নাহিদুল একটি করে উইকেট)। খুলনা: ১৮.৫ ওভারে ১৩২/৫ ( এনামুল হক বিজয় ৪, আজিজুল হাকিম তামিম ৩৪, মিঠুন ১৪, নাহিদুল ১২, সোহান ২০ অপরাজিত, জিয়া ৩৯ অপরাজিত)। ফল: খুলনা ৫ উইকেটে জয়ী।
Advertisement
এআরবি/এমএমআর/জিকেএস