৫ রাউন্ড পর্যন্ত শতভাগ সাফল্যে পয়েন্ট টেবিলে যৌথভাবে সবার ওপরে ছিল রংপুর বিভাগ আর ঢাকা মেট্রো। ষষ্ঠ রাউন্ডে এসে জয়রথ থামলো রংপুরের।
Advertisement
আকবর আলীর রংপুরকে থামিয়ে এককভাবে সবার ওপরে চলে গেল ঢাকা মেট্রো। আজ বুধবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রংপুরকে ৭ উইকেটে হারিয়ে একমাত্র দল হিসেবে টানা ৬ নম্বর জয়ের স্বাদ নিয়েছে নাইম শেখের ঢাকা মেট্রো।
বাঁহাতি পেসার আবু হায়দার রনি আর রহস্যময় বোলিং অ্যাকশনের স্পিনার আলিস আল ইসলাম প্রথম সেশনে দারুণ বোলিং করে ঢাকা মেট্রোর জয়ের ভিত গড়ে দেন। তাদের সাঁড়াশি বোলিংয়ে মাত্র ১২৫ রানে আটকে থাকে রংপুর। আবু হায়দার আর আলিস দুজনই ৩টি করে উইকেট পান।
পেস বোলিং অলরাউন্ডার আলাউদ্দিন বাবু মাথা তুলে না দাঁড়ালে রংপুরের স্কোর ১২৫ পর্যন্ত আসতো না। মাত্র ৩৮ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল দলটি। ৮ নম্বরে নেমে হাল ধরেন আলাউদ্দিন বাবু। প্রায় একা লড়ে ২৩ বলে ৪৭ রানের দারুণ ইনিংস খেলেন ২০৪.৩৫ স্ট্রাইকরেটে, যে ইনিংসে ছির ৫টি ছক্কা আর ২ বাউন্ডারি।
Advertisement
এছাড়া আরিফুলের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বাধিক ১৭। অতিরিক্ত থেকে রংপুর পায় ১১ রান। দলটির আর কোনো ব্যাটার দুই অংকে পা রাখতে পারেনি।
১২৬ রানের মামুলি টার্গেট ছুঁতে গিয়ে ঢাকা মেট্রোর দুই ওপেনার ইমরানউজ্জামান (২৫) আর অধিনায়ক নাইম শেখ (৭) অল্প সময়ে আউট হলেও সাদমান ইসলাম (৩৭ বলে ৫৪) আর আনিসুল ইসলাম ইমন (৩০ বলে ২৯ অপরাজিত) দায়িত্ব নিয়ে খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ২৭ বল আগে লক্ষ্যে পৌঁছে ঢাকা মেট্রো।
সংক্ষিপ্ত স্কোররংপুর: ১৯.৩ ওভারে ১২৫/১০ (খালেদ ৩, তানবীর হায়দার ২, মিম মোসাদ্দেক ১, নাইম ৬, আকবর আলী ১, আরিফুল ১৭, আলাউদ্দিন বাবু ৪৭, রবিউল ৬; আবু হায়দার রনি ৩/৭, আলিস ইসলাম ৩/২২, আরাফাত সানি ১/১৫, রাকিবুল ১/১৭, মারুফ মৃধা ১/৪০, আনিসুল ইমন ১/২৩)। ঢাকা মেট্রো: ১৫.৩ ওভারে ১২৬/৩ (ইমরানউজ্জামান ২৫, নাইম শেখ ৭, সাদমান ইসলাম ৫৪, আনিসুল ইমন ২৯ অপরাজিত, অতিরিক্ত ১১; আলাউদ্দিন বাবু ২/১৭)।
ফল: ঢাকা মেট্রো ৭ উইকেটে জয়ী।
Advertisement
এআরবি/এমএমআর/জিকেএস