মুম্বাইয়ের গেটওয়ে অব ইন্ডিয়া থেকে রওনা দেওয়ার পর আরব সাগরে দুর্ঘটনার কবলে পড়লো একটি লঞ্চ। এ সময় যাত্রীদের নিয়ে ডুবতে শুরু করে লঞ্চটি।
Advertisement
বুধবার বিকালে গেটওয়ে অব ইন্ডিয়া সংলগ্ন ঘাট থেকে এলিফ্যান্টা কেভের দিকে যাওয়ার সময়ে দুর্ঘটনাটি ঘটেছে। লঞ্চে কতজন যাত্রী ছিলেন, তা এখনো স্পষ্ট নয়।
সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, লঞ্চটিতে ৩০-৩৫ জন যাত্রী থাকতে পারেন বলে অনুমান করছে মুম্বাই পুলিশ। পুলিশ সূত্রকে উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে।
এলিফ্যান্টা কেভের কাছেই লঞ্চটি দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় মাছ ধরার লঞ্চ, নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনীর সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত লঞ্চ থেকে যাত্রীদের উদ্ধার করা শুরু হয়েছে।
Advertisement
উদ্ধার হওয়া যাত্রীদের গেটওয়ে অব ইন্ডিয়ার ফেরিঘাটে ফিরিয়ে আনা হচ্ছে। বেশিরভাগ যাত্রীকেই উদ্ধার করা হয়ে গেছে। তবে কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনও জানা যায়নি।
প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, একটি লঞ্চ আরব সাগরে ডুবে যাচ্ছে। ডুবন্ত লঞ্চের মধ্যে লাইফ জ্যাকেট পরা অনেক মানুষের ভিড়। লঞ্চের বেশিরভাগ অংশই ততক্ষণে ডুবে গেছে। যে অংশটুকু পানিরস্তরের ওপরে রয়েছে, সেখানে আতঙ্কিত যাত্রীরা কোনো রকমে দাঁড়িয়ে রয়েছেন।
পাশেই একটি স্পিড বোট ও অপর দুটি নৌকায় তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। ছিল একটি তুলনামূলক বড় আকারের জাহাজও। একে একে যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনী।
মুম্বাই শহরের অদূরেই একটি দ্বীপাঞ্চল হল এলিফ্যান্টা কেভ। প্রত্নতাত্ত্বিক গুরুত্বের জন্য এটি মুম্বইয়ের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থলও। এলিফ্যান্টা কেভ যাওয়ার জন্য লঞ্চ সেবা পাওয়া যায় মুম্বাইয়ের গেটওয়ে অব ইন্ডিয়ার সামনে থেকে। সাধারণ মানুষের পাশাপাশি পর্যটকেরাও এই লঞ্চগুলো ব্যবহার করেন।
Advertisement
সূত্র: এনডিটিভি
এমএসএম