জাতীয়

কক্সবাজার বিমানবন্দরের উন্নয়নে পরামর্শক নিয়োগ, ব্যয় ৪৯ কোটি টাকা

 

কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের আওতায় পরামর্শক প্রতিষ্ঠান (ডিজাইন ফেস) নিয়োগের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে ব্যয় হবে ৪৮ কোটি ৮১ লাখ ৪২ হাজার ৪০৪ টাকা।

Advertisement

বুধবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সভায় কৃষি মন্ত্রণালয়ের ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় হবে ১৫২ কোটি ৪৬ লাখ টাকা।

বৈঠক সূত্রে জানা যায়, কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের আওতায় পরামর্শক প্রতিষ্ঠান (ডিজাইন ফেস) নিয়োগের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত ৫টি প্রতিষ্ঠানের কাছে রিকোয়েস্ট ফর প্রপোজাল ইস্যু করা হলে পাঁচটি প্রতিষ্ঠান কারিগরি ও আর্থিক প্রস্তাব দাখিল করে। তার মধ্যে ৪টি প্রস্তাব কারিগরি ও আর্থিকভাবে যোগ্য বিবেচিত হয়।

প্রস্তাবের সব প্রক্রিয়া শেষে পিইসি নেগোসিয়েশনের মাধ্যমে সুপারিশ করা সর্বোচ্চ স্কোর অর্জনকারী দরদাতা প্রতিষ্ঠান জাপানের নিপ্পন কোই লিমিটেড, ইয়োসিন ইঞ্চিনিয়ারিং করপোরেশন এবং ডেভেলপমেন্ট ডিজাইন কনসালট্যান্টস লিমিটেডকে নিয়োগের প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় হবে ৪৮ কোটি ৮১ লাখ ৪২ হাজার ৪০৪ টাকা।

Advertisement

সভায় রাষ্ট্রীয় পর্যায়ে মরক্কো ও বিএডিসির মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির একটি প্রস্তাব উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দিয়েছে। প্রতি টন টিএসপি সারের দাম পড়বে ৪২৩ দশমিক ৫০ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় মোট ব্যয় হবে ১৫২ কোটি ৪৬ লাখ টাকা।

এমএএস/এমএএইচ/