আইন-আদালত

বিচারক নিয়ে অবমাননাকর মন্তব্য: নওগাঁর পিপিকে হাইকোর্টে তলব

পাবলিক প্রসিকিউটর (পিপি) আবু জাইদ মো. রফিকুল ইসলামকে তলব করেছেন হাইকোর্ট। আদালত ঘেরাওয়ের হুমকি এবং নওগাঁর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামকে নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগে তাকে তলব করা হয়েছে।

Advertisement

আগামী ৬ জানুয়ারি পাবলিক প্রসিকিউটর পলাশকে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার রুলসহ আদেশ দেন।

আরও পড়ুনচেক প্রতারণা মামলায় সাকিবের বিরুদ্ধে সমন জারিফাঁসি কার্যকর, মাওলানা নিজামীকে মৃত্যুদণ্ড-অর্থদণ্ড থেকে খালাস

আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান।

Advertisement

সম্প্রতি রেজিস্ট্রার জেনারেল বরাবর ‘বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর, নওগাঁ কর্তৃক প্রকাশ্যে নওগাঁ ম্যাজিস্ট্রেট তথা বিচার বিভাগ নিয়ে আদালত অবমাননাকর বক্তব্য প্রসঙ্গে’ শীর্ষক একটি আবেদন পাঠান সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম। এতে প্রতিস্বাক্ষর করেন ৭ জন ম্যাজিস্ট্রেট। পরে আবেদনটি প্রধান বিচারপতির নজরে আনা হলে আদালত অবমাননা সংশ্লিষ্ট বেঞ্চে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সে অনুসারে সংশ্লিষ্ট বেঞ্চে উপস্থাপন করা হলে আদালত আদেশ দেন।

এফএইচ/কেএসআর/জেআইএম