তথ্যপ্রযুক্তি

শীতে গাড়ি বের করার আগে যেসব বিষয় পরীক্ষা করা জরুরি

শীতকালে গাড়ি চালানো বিশেষ সতর্কতা অবলম্বন করতেই হবে, কারণ এই সময় আবহাওয়া, রাস্তার অবস্থা এবং তাপমাত্রার কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। শীতে গাড়ি বের করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় পরীক্ষা করা জরুরি।

Advertisement

আসুন দেখে নেওয়া যাক- ইঞ্জিন অয়েল এবং কুল্যান্ট পরীক্ষা

শীতকালে ইঞ্জিন সঠিক তাপমাত্রায় কাজ করতে পারে না, তাই ইঞ্জিন অয়েল এবং কুল্যান্টের স্তর পরীক্ষা করুন। শীতকালীন জন্য উপযোগী অয়েল ব্যবহার করা উত্তম, কারণ ঠান্ডা আবহাওয়ায় ঘন অয়েল ইঞ্জিনের কার্যকারিতা কমিয়ে দিতে পারে।

ব্যাটারি পরীক্ষা করুন

ঠান্ডা আবহাওয়ায় ব্যাটারির চার্জ দ্রুত কমে যেতে পারে। ব্যাটারির কানেকশন ও চার্জিং ক্ষমতা ভালোভাবে পরীক্ষা করুন। প্রয়োজনে ব্যাটারির ভোল্টেজ চেক করুন এবং যদি ব্যাটারি দুর্বল মনে হয় তবে তা পরিবর্তন করুন।

টাইার ও চাপ পরীক্ষা

শীতে রাস্তায় গ্রিপ কমে যেতে পারে, তাই টায়ারের চাপ এবং ট্রেড ভালোভাবে পরীক্ষা করুন। টায়ারের সঠিক গ্রিপ নিশ্চিত করতে প্রয়োজনে শীতকালীন টায়ার ব্যবহার করুন।

Advertisement

আরও পড়ুন গাড়ির হেডলাইটের হাই বিম-লো বিম কখন কোনটা ব্যবহার করবেন লাইট এবং উইপার পরীক্ষা করুন

শীতকালে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে। তাই হেডলাইট, ব্রেক লাইট, এবং ইন্ডিকেটর লাইট ঠিকভাবে কাজ করছে কি না তা পরীক্ষা করুন। এছাড়া উইন্ডশিল্ড ওয়াশার এবং উইপার ব্লেড ঠিক আছে কি না তা নিশ্চিত করুন, কারণ বৃষ্টির পর ঠান্ডা আবহাওয়ায় কাচে বাষ্প জমতে পারে।

ব্রেক পরীক্ষা করুন

শীতের রাস্তায় ব্রেক সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ। ব্রেক প্যাড, ব্রেক ফ্লুইড এবং ব্রেক ক্যালিপার পরীক্ষা করে নিন। ব্রেক ঠিকমতো কাজ না করলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়।

জ্বালানি এবং ফুয়েল লাইন পরীক্ষা করুন

শীতকালে জ্বালানির পাইপে বরফ জমার আশঙ্কা থাকে। তাই ফুয়েল ট্যাংক অর্ধেকের বেশি ভর্তি রাখুন এবং ফুয়েল লাইনে কোনো লিকেজ বা সমস্যা আছে কিনা তা পরীক্ষা করুন।

গাড়ির হিটার ও ডিফ্রস্টার পরীক্ষা করুন

ঠান্ডা বাতাস ঠেকাতে এবং গাড়ির অভ্যন্তরীণ পরিবেশ উষ্ণ রাখতে হিটার ঠিকভাবে কাজ করছে কি না তা নিশ্চিত করুন। ডিফ্রস্টার চেক করুন যাতে কাচে কুয়াশা জমলে তা সহজে পরিষ্কার করা যায়।

Advertisement

জরুরি সরঞ্জাম রাখুন

গাড়িতে কিছু জরুরি সরঞ্জাম রাখতে ভুলবেন না। যেমন- জরুরি লাইট বা টর্চ, এক্সট্রা কম্বল, ফোন চার্জার, জরুরি ওষুধ ও ফার্স্ট এইড কিট

রাস্তার অবস্থা ও আবহাওয়ার পূর্বাভাস দেখুন

গাড়ি চালানোর আগে রাস্তায় কুয়াশার খবর নিন। প্রয়োজনে এমন রাস্তা বেছে নিন যা তুলনামূলক নিরাপদ।

আরও পড়ুন কত কিলোমিটার চালানোর পর গাড়ির সার্ভিসিং প্রয়োজন?  গাড়িতে মরিচা ধরা রোধ করবেন যেভাবে 

কেএসকে/জিকেএস