শিক্ষা

ইউজিসির সদস্য হলেন বাকৃবি অধ্যাপক মাছুমা হাবিব

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মাছুমা হাবিব। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যাপক। বুধবার (১৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. শাহীনুর ইসলামের সই করা প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

Advertisement

গত ৫ আগস্ট সরকার পতনের পর ইউজিসির চেয়ারম্যান থেকে বিভিন্ন পদে পরিবর্তন আনা হয়। সংস্থাটিতে পাঁচজন সদস্য নিয়োগের বিধান রয়েছে। তার মধ্যে এ পর্যন্ত তিনজন সদস্য যোগদান করেন। অধ্যাপক মাছুমা হাবিব চতুর্থ সদস্য হিসেবে যোগ দেবেন। তারপরও একটি সদস্য পদ শূন্য থাকবে।

এদিকে মন্ত্রণালয়ের আজকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইউজিসি আদেশ, ১৯৭৩-এর সংশোধিত আইন, ১৯৯৮-এর ৪(১) (বি) ধারা অনুযায়ী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যাপক ড. মাছুমা হাবিবকে ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে কিছু শর্তে নিয়োগ দেওয়া হলো।

তাকে নিয়োগের শর্তে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে আগামী চার বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। তবে সরকার প্রয়োজন মনে করলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারবে।

Advertisement

তিনি তার সর্বশেষ আহরিত বেতনভাতা প্রাপ্য হবেন। তাছাড়া কমিশনের সদস্য হিসেবে প্রচলিত বিধি অনুযায়ী সুবিধাদি পাবেন।

এএএইচ/এমআইএইচএস