রাজধানীর কড়াইলে বৌ-বাজার বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট।
Advertisement
বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রাকিবুল ইসলাম জানান, বিকেল সোয়া ৪টার দিকে কড়াইল বৌ-বাজার বস্তিতে আগুন লাগার খবর আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট।
তিনি আরও জানান, প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। যানজটের কারণে রাস্তায় আটকে ছিল আরও দুটি ইউনিট। পরে ওই দুটি ইউনিটও আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তবে, বস্তির রাস্তা সংকীর্ণ হওয়ায় পানিবাহী গাড়ি ঢুকতে অসুবিধা হচ্ছে।প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
Advertisement
এর আগেও একাধিকবার কড়াইল বস্তিতে আগুন লেগেছিল।
টিটি/এমএএইচ/জেআইএম