জয়পুরহাট আদালতে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান।
Advertisement
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাম সুন্দর রায় এ আদেশ দেন।
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ডিসেম্বরে লন্ডনে বিএনপি আয়োজিত একটি আলোচনা সভায় শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার’ ও ‘পাকবন্ধু’ বলে বক্তব্য দেন তারেক রহমান। এ ঘটনায় জয়পুরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।
সরকার পক্ষের আইনজীবী শাহনুর রহমান শাহিন আসামির খালাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
Advertisement
আল মামুন/এসআর/জেআইএম