দেশজুড়ে

নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ

জয়পুরহাটে রাস্তা নির্মাণের কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জানাজানি হয়ে এলাকাবাসীর তোপের মুখে কিছু ইট সরিয়ে নেওয়া হয়। ক্ষেতলাল উপজেলার লালগড় গ্রামে এ ঘটনা ঘটে।

Advertisement

শনিবার দুপুরে ঘটনাস্থলে গেলে এলাকাবাসী অভিযোগ করে বলেন, এখানে দুই ও তিন নম্বর এবং সবচেয়ে নিম্নমানের ইট দিয়ে মেরামতের কাজ হচ্ছে। বিষয়টি আমরা ইঞ্জিনিয়ার এবং ঠিকাদারের লোককে বললে তারা কোনো পদক্ষেপ নেয়নি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জয়পুরহাট অফিস সূত্রে জানা গেছে, জিওবি প্রকল্পের আওতায় ক্ষেতলাল উপজেলার চৌমুহনী থেকে লালাগড় পর্যন্ত এক কিলোমিটার রাস্তা মেরামতের কাজ পায় আফিফা কনস্ট্রাকশন। সেখান থেকে কাজটি কিনে নেয় মেসার্স শিমুল এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান। তারা এখন কাজ করছে। চুক্তিমূল্য নির্ধারণ হয়েছে ৩২ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা।

লালাগড় গ্রামের আব্দুল খালেক ও মোখলেছুর রহমানসহ কয়েকজন বাসিন্দা জাগো নিউজকে বলেন, আমাদের এই রাস্তার কাজে দুই পাশ দিয়ে তিন নম্বর ইট ব্যবহার করা হচ্ছে। আমরা নিষেধ করলেও তারা শোনেনি। এখন সাংবাদিক দেখে কিছু ইট ফেরত নিয়ে যাচ্ছে। আমরা চাই রাস্তাটি ভালো মানের সামগ্রী দিয়ে করা হোক।

Advertisement

মেসার্স শিমুল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মুনির হোসাইন নিম্নমানের ইট ব্যবহারের কথা স্বীকার করে জাগো নিউজকে বলেন, কিছু ইট খারাপ এসেছিল, সেগুলো আমরা ফেরত নিয়ে যাচ্ছি। এখন ভালো ইট দিয়ে কাজ করা হবে।

ক্ষেতলাল উপজেলা এলজিইডির প্রকৌশলী রাশেদ ইমরান জাগো নিউজকে বলেন, নিম্নমানের ইট দিয়ে কাজ করা হচ্ছে বিষয়টি জানতে পেরে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলেছি সেগুলো সরিয়ে নিতে।

আল মামুন/জেডএইচ/জেআইএম

Advertisement