বিজয়ের চাওয়া
Advertisement
এক পৌঢ় বললেন, তিনি খাচ্ছেনপরে কথা বলবেনআমার শিহরিত মন বলল, ভুল দেখছি?এবার পৌঢ়ের হাসিতে আলোকিত বস্তিটিঅষ্টাদশী মেয়েটি বলল, সে সুখেই আছেতার হাসির ফোয়ারা নীল-আকাশে উজ্জ্বল মেঘ এখন তার মুখখানি অবাধ বাংলাদেশ।
শ্যামনগরের বুড়িগোয়ালিনির এক নৌকায় কয়েকটি শিশুতাদের হাতে ব্যাগ—তাতে বই, কলম, পেন্সিলহুর-রে!স্কুলে যাওয়ার আনন্দে নদীর স্রোত এলোমেলো।
পথের গাছতলায় দেখা এক কবির সঙ্গেতিনি লিখছেন, শুধুই লিখছেনদূর থেকে দেখি পৃষ্ঠার কোণে লেখা, প্রতি জগন্নাথইতি ফয়সালবুঝতে বাকি নেই আজকের বিজয় শুধু আমার নয়—সবার।
Advertisement
****
নূপুর: বিজয়ের মাপকাঠি
তোমার নূপুরের আওয়াজই বলে দেয়আমাদের স্বাধীনতার সীমানাআমাদের বিজয়ের সীমানা পদ্মা-সিন্ধু-ভলগা পেরিয়ে কতদূর তার বিস্তৃতিনাকি বুড়িগঙ্গার কালোজলে বিবর্ণ।
তোমার নূপুরে যদি বিষম ঝনঝন বাজেইয়াংসি, গঙ্গা কিংবা আমাজানে বিসর্জন হলেতখন কষ্টগুলো বাড়েকাবিনের টাকা, কালি শুধু বৃথা মনে হয়লাল কালিগুলো দগদগে হয় শুধুবিজয়ের মহাকাব্য ম্লান।
Advertisement
তোমার বোনের কিংবা ভায়ের কান্নাতোমার বাবা কিংবা মায়ের কান্নাগুলোঅভিশাপ দেবে শুধুচুয়াডাঙ্গা-রেসকোর্স-বৈদ্যনাথতলায় নির্মিত নূপুরমিরপুর-সাভারে আহাজারি করবে।
****
আগস্ট ২০২৪: বুড়িগঙ্গা-পাড়ে উল্লাস
কী যে বিভীষিকাময় জুলাই-আগস্টএক ঘণ্টা যেন একদিন, একদিন যেন একবছর।দু-হাজার কঙ্কাল, নিযুত পঙ্গু
আবু সাঈদরা হাত উঁচিয়েছে—প্রসারিত।৫ আগস্ট রক্তগঙ্গায় অবশেষে বিজয়বিরাণ ভূমিতে তবুও হাসিক্রীতদাসের নিজ বাসায় শুভ্র হাসিবহু কষ্ট ডিঙিয়েও বজ্রমুষ্টিবুড়িগঙ্গা-পাড়ে খেমটা উল্লাসনতুন সূর্য
কোনো প্রহরী নেই, কোনো প্রভু নেইসব থানার গেট খুলে গেছেপুলিশ নেই, পিকেটিং নেই ঢাবিতেমায়ের আহাজারিগুলো আজ ফুটন্ত গোলাপবেয়োনেটের মাথায় উদ্যম প্রজাপতির নাচ শুধুই উল্লাসকালো রাতের পর নতুন সূর্য
সেদিন প্রেমিকাকে বলেছি মাতো উল্লাসেআজ কোনো প্রহরী নেইআজ কোনো শিকল নেইশিকলের ঝনঝন নেই তোমার পায়ে।
****
নূপুরের গতিই বিজয়ের অভিলাষ
এসো, এই বিজয়ে মাখি আলিঙ্গনেশিকল যেন আর না থাকে তোমার পায়েবুনো চুল এলোমেলো হয়েছিল রোকেয়ার শহরেই উল্লাসের আয়োজনদ্বিগুণ বিজয়ে না অভিমাননা দর কষাকষিতোমার নূপুরের অনুপ্রাসের সুষম গতিবলে দেয় বিজয়ের পরিকাঠামো।
আমি দেখি না কোনো বন্ধু, আমি দেখি না কারো দাদাগিরিআমি দেখি শুধুই তোমার নূপুরের গতিতোমার নূপুরের গতিই বলে দেয় বিজয়ের অভিলাষ কতদূরতারপর আমি ঠিক করি আমার গতিপথ।
****
বুড়িগঙ্গা বিপ্লব
তিস্তার মরুভূমি, পদ্মার খাঁ-খাঁমানতে পারিনি, মানিনিতিস্তাপাড় দেখলেই দলছুট প্রেমিকার কথা মনে পড়েযে আমাকে ফেলে পালিয়েছেপদ্মা দেখলেই হৃদয় কেঁদে দেয়অবলীলায়, শিশুর মতো
এখনকার সময় উমামা ফাতেমার হুঙ্কারের এখন হৃদয়ে আবু সাঈদ, ওয়াসিম—মতিউরদের উত্তরসুরি
বুড়িগঙ্গা হোক রাইন—এই বিজয়েই।
এসইউ/এমএস