সেন্ট ভিনসেন্ট থেকে বাংলাদেশের জন্য দুঃসংবাদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন সৌম্য সরকার। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নেমে আঙুলে চিড় ধরেছে এই টপঅর্ডারের। এতে সিরিজের বাকি ম্যাচ তো খেলতে পারবেনই না। এমনকি বিপিএলের প্রথম ভাগও মিস করবেন টাইগার ব্যাটার।
Advertisement
ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের সপ্তম ওভারের খেলা চলছিল। ওভারের তৃতীয় বলে তানজিম হাসান সাকিবের বলে স্লিপে ক্যাচ দেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রভম্যান পাওয়েল। অন্যান্য সময় দুর্দান্ত ক্যাচ নিলেও আজ পাওয়েলের দেওয়া সহজ ক্যাচটি হাতে জমাতে পারেননি সৌম্য।
ক্যাচ মিস হয়েছে, তাতেও খুব বেশি আক্ষেপ ছিল না দেশের ক্রিকেটভক্তদের। কিন্তু যখন তারা দেখলেন, ক্যাচ মিসের পর আঙুলে চোট পেয়ে ব্যথায় কাতরাচ্ছেন সৌম্য, তখনই বুক ধুঁকধুঁক করছিল সমর্থকদের। না জানি, কী খারাপ খবর দেন সৌম্য।
এরপর আর মাঠেই থাকতে পারেননি সৌম্য। পরে ভক্তদের দুঃসংবাদটি ঠিকই দিয়েছেন সৌম্য।
Advertisement
ম্যাচের ধারাভাষ্যকার ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ইয়ান বিশপ জানিয়েছেন, ডানহাতের আঙুল কেটে গেছে সৌম্যর। তর্জনীতে পাঁচটি সেলাই লেগেছে।
এই চোট সেরে উঠতে কয়েক সপ্তাহ সময় লাগবে সৌম্যর। ফলে আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএলের প্রথম দিকে বাঁহাতি ব্যাটারকে পাওয়া যাবে না।
চোট এতটাই গুরতর ছিল যে, আহত সৌম্যকে নিতে মাঠে আসে অ্যাম্বুলেন্স। পরে হাসপাতালে নিয়ে তার আঙুলে এক্স-রে করানো হয়। পরে সৌম্যর আঙুলে সেলাই করেন চিকিৎসকরা।
সম্প্রতি দারুণ ফর্মে ছিলেন সৌম্য। গ্লোবাল সুপার লিগে দুর্দান্ত পারফর্ম করে লাল-সবুজ জার্সিতে নিজের ফর্ম ধরে রাখেন তিনি। প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়ে দারুণ অবদান ছিল সৌম্যর। ব্যাট হাতে খেলেছিলেন ৪৩ রানের দুর্দান্ত ইনিংস।
Advertisement
বাংলাদেশের জন্য সুসংবাদ হলো- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ বছর পর সিরিজ জিতেছে তারা। ১২৯ রানের পুঁজি নিয়েও ক্যারিবীয়দের ২৭ রানে হারিয়েছে টাইগাররা। এতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে লাল-সবুজ জার্সিধারীরা।
এমএইচ/