নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের সহায়তায় ছোট্ট শিশু মরিয়ম (৯) ফিরে পেলো তার আপন ঠিকানা। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে পরিবারের সদস্যদের কাছে শিশু মরিয়মকে বুঝিয়ে দেওয়া হয়।
Advertisement
গত ৭ ডিসেম্বর একটি শিশুকে বন্দর ইউনিয়ন পুরান বাজার কাজীবাড়ির সামনে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দা রবিউল হোসেন। পরে রবিউল শিশুটিকে বাসায় নিয়ে গিয়ে নাম ঠিকানা সম্পর্কে জিজ্ঞেস করলে মেয়ে শিশুটি তার নাম মরিয়ম বলে। সেই সাথে তার বাসা বরিশাল এবং মা ও বাবা দুজনেই মারা গেছে বলে জানায়।
এরপর রবিউল হোসেন তার নিজের মেয়ে সন্তানের মতোই যত্ন করতে থাকে। এক পর্যায়ে রবিউল হোসেনের স্ত্রী বন্দর থানায় মরিয়মকে নিয়ে আসে এবং ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলেন। ওসিও শিশু মরিয়মের জবানবন্দি গ্রহণ করেন। পাশাপাশি বিভিন্ন মাধ্যমে বিষয়টি জানানোর চেষ্টা করেন।
আরও পড়ুন:
Advertisement
পরে মরিয়মের ভাই বাবু সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানতে পারেন। সেই সাথে বন্দর থানায় যোগাযোগ করেন। তারই ধারাবাহিকতায় বন্দর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এবং এসআই বকুল মরিয়মকে তার মামা এবং তার ভাইয়ের কাছে বুঝিয়ে দেন।
শিশু মরিয়মের ভাই বাবু বলেন, পুলিশের সহায়তায় আমি আমার বোনকে ফিরে পেয়েছি। এজন্য আমরা পুলিশের প্রতি কৃতজ্ঞ। পুলিশ সহায়তা না করলে হয়ত আমি আমার বোনকে ফিরে পেতাম না।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, অনেক চেষ্টার পর শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছি। আসলে প্রায় সময়ই এ রকম ঘটনা ঘটে। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে নিখোঁজ শিশুদের স্বজনদের কাছে ফিরিয়ে দিয়ে থাকি।
মোবাশ্বির শ্রাবণ/এমআরএম
Advertisement