ঢাকাগামী বুড়িমারী এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেস ট্রেনটি সরাসরি লালমনিরহাটের বুড়িমারী থেকে চালুর দাবিতে হাতীবান্ধায় রেল ও সড়কপথ অবরোধ করেছেন স্থানীয় জনতা। এর আগে বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিয়ে কর্মসূচির ঘোষণা দেন তারা।
Advertisement
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী কমিউটার ট্রেনটি হাতীবান্ধা রেলস্টেশনে আটকে রাখা হয়। এছাড়া লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।
স্থানীয়রা জানান, লালমনিরহাটে দীর্ঘ প্রতীক্ষার পর বুড়িমারী-ঢাকা রেলরুটে চলতি বছরের ১২ মার্চ বুড়িমারী রেলস্টেশন থেকে যাত্রা শুরু করেছে আন্তঃনগর ট্রেন ‘বুড়িমারী এক্সপ্রেস’। উদ্বোধনের ৯ মাস পেরিয়ে গেলেও বুড়িমারী রেলস্টেশন থেকে ঢাকা রুটের ট্রেনটি চলাচল করে না। উদ্বোধনের পর থেকেই লালমনিরহাট রেলস্টেশন থেকে ঢাকার রুটে চলাচল করে। হাতীবান্ধা উপজেলার বুড়িমারী রেলস্টেশন থেকে ঢাকা রুটের ট্রেনটি চলাচলের দাবি স্থানীয়দের।
সরাসরি বুড়িমারী টু ঢাকা আন্তঃনগর ট্রেন বাস্তবায়ন আন্দোলন পরিষদের ব্যানারে অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখেন কমরেড শওকত হোসেন, সমাজসেবক সাইদুজ্জামান কোয়েল, সংবাদকর্মী ফারুক হোসেন নিশাত ও সচেতন জনগণের পক্ষে ফিরোজ হোসেন, বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতিনিধি মেহেদী হাসান মহসীন, তাওহীদ, রুবায়েদ খন্দকার প্রান্ত প্রমুখ।
Advertisement
হাতীবান্ধার সমাজসেবক ফারুক হোসেন নিশাত বলেন, আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে এসেছি। বিভিন্ন দপ্তরে স্মারকলিপিও দিয়েছি। তারপরও দাবি বাস্তবায়ন না হওয়ায় সড়ক ও রেলপথ অবরোধ করেছি।
হাতীবান্ধা উপজেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা দুলাল হোসেন ঘটনাস্থলে এসে বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
রবিউল হাসান/এসআর/এমএস
Advertisement