পটুয়াখালীর পায়রায় ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের পুরো উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে এ কেন্দ্রের প্রথম ইউনিটের (৬৬০ মেগাওয়াট) উৎপাদন বন্ধ করা হয়। এর আগে ৯ নভেম্বর থেকে রক্ষণাবেক্ষণের জন্য এ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখা হয়।
Advertisement
পটুয়াখালীর ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসার লক্ষ্যে সঞ্চালন লাইন সংস্থাপনের জন্য পায়রার কেন্দ্রটি বন্ধ করা হয়। সাতদিন পর পুনরায় এটি চালু করা হবে।
বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা যায়, পায়রার পাশেই পটুয়াখালীতে ১৩২০ মেগাওয়াটের তাপ বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কাজ চলমান। জানুয়ারি মাসে পরীক্ষামূলকভাবে এ কেন্দ্রটি উৎপাদনে আসবে। ফলে আমতলী উপজেলায় নির্মিত এ কেন্দ্রের সুইচিং পয়েন্টের লাইন ইন আউটের জন্য পায়রায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হয়।
পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প কর্মকর্তা শাহ আব্দুল মাওলা জানান, ৯ নভেম্বর রক্ষণাবেক্ষণের জন্য আমাদের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। আর গতকাল পিডিবির নির্দেশনায় প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হয়। সাতদিন পর আমাদের কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন পুনরায় শুরু হবে।
Advertisement
পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন বলেন, আমাদের সুইচিং পয়েন্ট নির্মাণসহ সব কাজ শেষ হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে জানুয়ারি মাসের প্রথম দিকে আমরা পরীক্ষামূলকভাবে উৎপাদনে যাবো।
আসাদুজ্জামান মিরাজ/জেডএইচ/এমএস