দুই ঘণ্টারও বেশি সময় পর ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটের পর রেল চলাচল শুরু হয়।
Advertisement
কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
এর আগে সকাল ১০ টা ৪৫ মিনিটে বকেয়া বেতনের দাবিতে ঢাকার এফডিসি ক্রসিংয়ে রেলপথ অবরোধ করেছিলেন রেলের অস্থায়ী কর্মচারীরা। ফলে ঢাকার সঙ্গে সারাদেশের রেল চলাচল বন্ধ হয়ে যায়।
মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, দুপুর ১২টা ৪৫ মিনিটের পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। প্রথমে কিশোরগঞ্জ এক্সপ্রেস প্লাটফর্ম ছেড়ে গেছে।
Advertisement
রেলওয়ের স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম বলেন, কর্মচারীরা অবরোধ তুলে নেওয়ায় এখন রেল চলাচল স্বাভাবিক রয়েছে।
রেললাইন অবরোধের ফলে কমলাপুর থেকে বেশ কয়েকটি ট্রেন দেরিতে ছেড়ে গেছে। এর মধ্যে অগ্নিবীণা এক্সপ্রেস বেলা সাড়ে ১১টায় স্টেশন ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি বিকেল ৩টার পর ছেড়ে গেছে। রাজশাহী কমিউটার দুপুর ১২টা ২০ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি এখনো ছাড়েনি।
এদিকে কমলাপুর রেলস্টেশন ঘুরে অতিরিক্ত যাত্রীদের চাপ দেখা গেছে। স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, শীতকাল ও ডিসেম্বরে ছুটি সব মিলিয়ে কিছুদিন ধরে যাত্রীদের চাপ কিছুটা বেশি।
এনএস/বিএ/এমএস
Advertisement