জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে রংপুর বিভাগ। টুর্নামেন্টের প্রথম পাঁচ ম্যাচের সবগুলোতেই জিতেছে আকবর আলীর দল। আজ মঙ্গলবার সোহাগ গাজীর বরিশালকে হারিয়ে পঞ্চম জয়টি তুলে নিয়েছে রংপুর।
Advertisement
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ইনিংসের ৪ বল বাকি থাকতেই ১০৮ রানে অলআউট হয় বরিশাল। জাববে ব্যাট করতে নেমে ৭ উইকেট আর ১৩ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর।
বরিশালের হয়ে সর্বোচ্চ ৩১ বলে ২৫ রানের ইনিংস খেলেন ইফতেখার হোসাইন ইফতি। ফজলে মাহমুদ ৮ বলে ১৫, মইনুল ইসলাম ১১ বলে ১৪, কামরুল ইসলাম ২৪ বলে অপরাজিত ১৫ ও সালমান হোসাইন ইমন করেন ১১ বলে ১০ রান।
রংপুরের জয়টা সহজ হয়ে যায় চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের ফিফটিতে। ৪৪ বলে ৫৩ রান করেন রংপুর ওপেনার। ২ চারের সঙ্গে হাঁকান ৫ ছক্কা।
Advertisement
আব্দুল্লাহ আল মামুনের অপরাজিত ২১ ও অধিনায়ক আকরব আলীর অপরাজিত ১৬ রানে জয় পায় রংপুর। মাঝে ১৬ রানের অবদান ছিল নাইম ইসলামের।
৫ ম্যাচে পূর্ণ ১০ পয়েন্ট নিয়ে বরাবরের মতোই টেবিলের শীর্ষে আছে রংপুর। সমান ম্যাচে ২ জয়ে তিনে আছে বরিশাল।
এমএইচ/জেআইএম
Advertisement