নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশে দেরি করায় আন্দোলনে নেমেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। এতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে দেশের সেরা এ প্রকৌশল ও প্রযুক্তি বিদ্যাপীঠ।
Advertisement
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নানা দাবিতে বুয়েটের উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।আরও পড়ুন
বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় শীর্ষ ৬০০-তে নেই ঢাবি-বুয়েট বুয়েটের আবরারকে নিয়ে সিনেমার প্রিমিয়ার জাহাঙ্গীরনগরে আবরার ফাহাদের স্মরণে জবি ছাত্রদলের মৌন মিছিলউপাচার্য কার্যালয়ের সামনে ‘ফ্যাসিস্ট হাসিনার দোসর ও বেইমানদের চিনে রাখুন’ শিরোনামে একটি ব্যানার টাঙানো হয়েছে। সেখানে বুয়েটের যারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী ছিলেন, তাদের ছবি ও নাম-পরিচয় প্রকাশ করা হয়। কিছুক্ষণ পরপর ব্যানারে জুতা নিক্ষেপ করতে দেখা গেছে শিক্ষার্থীদের।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সুনির্দিষ্ট দাবি-দাওয়া আদায়ে আন্দোলনে নেমেছেন তারা। কিছুক্ষণের মধ্যে তারা সংবাদ সম্মেলন করবেন। সেখান থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের ক্যাম্পাসে প্রতিহত করার বিষয়ে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হবে।
Advertisement
এএএইচ/এমএএইচ/