দেশজুড়ে

ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আদনান হাবিব খান গ্রেফতার

পটুয়খালীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল ও প্রধান উপদেষ্টার ছবি পোড়ানোর ঘটনায় পুলিশ মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি উপ ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক আদনান হাবিব খানকে (আদর) গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে তাকে পটুয়াখালী আদালতের হাজির করলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে রোববার (১৫ ডিসেম্বর) রাতে ঢাকার উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি ফ্লাট থেকে আদরকে গ্রেফতার করে পটুয়াখালী সদর থানা পুলিশ। পরে সোমবার সকালে পটুয়াখালীতে আনা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মোবাইদুল ইসলাম জানান, গত ১ ডিসেম্বর উপপরিদর্শক খাইরুল ইসলাম বাদী হয়ে আদরকে প্রাধান আসামিসহ ১৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২০- ২৫ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। ওই মামলায় তাকে ঢাকার উত্তরা থেকে উত্তরা পশ্চিম থানা পুলিশের সহযোগিতায় গ্রেফতার করা হয়।

Advertisement

উল্লেখ্য গত ৩০ নভেম্বর ভোরে পটুয়াখালীর খাদ্য গুদাম এলাকা থেকে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের একটি মিছিল শুরু হয়ে সড়ক প্রদক্ষিণ করে পটুয়াখালী প্রেস ক্লাবের সামনে প্রধান উপদেষ্টার ছবি পুড়িয়ে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান ও কটূক্তি করে। আদনান হাবিব খানের নেতৃত্বে অনুষ্ঠিত ওই মিছিলের ভিডিও ফুটেজ সমাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১ ডিসেম্বর পটুয়াখালী সদর থানায় মামলাটি করে।

আদনাহ হাবিব খান (আদর) পটুয়াখালী শহরের চরপাড়া এলাকার বাসিন্ধা এবং পটুয়াখালী জেলা যুবলীগের সাবেক সভাপতি মরহুম আহসান হাবিব খানের বড় ছেলে।

আব্দুস সালাম আরিফ/এএইচ/জেআইএম

Advertisement