বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে দেশের চার বিভাগে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
Advertisement
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) আবহাওয়াবিদ ওমর ফারুক স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে- ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ২০ ডিসেম্বর সকাল ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় মাঝারি (১১-২২ মিমি/২৪ ঘণ্টা) থেকে ভারী (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
বৃষ্টিপাত নিয়ে আবহাওয়াবিদ ওমর ফারুক জাগো নিউজকে বলেন, লঘুচাপের ফলে এই দুদিন শীত কিছুটা কম থাকবে। তবে ২০ তারিখ থেকে দেশের মধ্যঞ্চল ও উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হতে পারে। কোথাও হালকা কোথাও ভারীও হতে পারে।
Advertisement
আরও পড়ুন
সাগরে লঘুচাপ, শুক্রবার থেকে বৃষ্টি হতে পারে পঞ্চগড়ে টানা চারদিন মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯ ডিগ্রিতেতিনি বলেন, বৃষ্টি শেষে আবারও কমতে শুরু করবে তাপমাত্রা। তখন শীত বাড়বে। তবে ২৬ ডিসেম্বর থেকে তীব্র শীত ও শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।
অন্যদিকে বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ পূর্বাভাস দিয়ে বলেন, ১৯ ডিসেম্বর দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি শুরু হতে পারে। ২২ ডিসেম্বর দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
সবচেয়ে বেশি পরিমাণে বৃষ্টি হতে পারে খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে। দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণে বৃষ্টিপাত হতে পারে রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোতে। অপেক্ষাকৃত হালকা পরিমাণে বৃষ্টি হতে পারে রংপুর বিভাগের জেলাগুলোতে। খুলনা বিভাগের জেলাগুলোতে ১০০ থেকে ১৭৫ মিলিমিটার এবং বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোয় ৭৫ থেকে ১৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
Advertisement
সর্বোচ্চ পরিমাণে বৃষ্টি হতে পারে যশোর, খুলনা, ঝিনাইদহ, নড়াইল, সাতক্ষীরা, বাগেরহাট, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপলাগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলায়।
আরএএস/ইএ