জাতীয়

রেললাইন অবরোধ, কমলাপুরে যাত্রীদের ভোগান্তি

বকেয়া বেতন আদায়ের দাবিতে ঢাকার এফডিসি রেলক্রসিংয়ে রেলপথ অবরোধ করেছে রেলের অস্থায়ী কর্মচারীরা। ফলে সকাল ১০টা ৪৫ মিনিট থেকে ঢাকার সঙ্গে সারাদেশের রেল চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন স্টেশনে থাকা যাত্রীরা।

Advertisement

ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টায় সরেজমিনে কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের অপেক্ষায় থাকতে দেখা গেছে। বিশেষ করে নারী ও শিশু যাত্রীরা বেশি ভোগান্তিতে পড়েছেন।

সরেজমিনে দেখা যায়,অগ্নিবীণা এক্সপ্রেস বেলা সাড়ে ১১টায় স্টেশন ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি ৬ নম্বর প্লাটফর্মে অপেক্ষা করছে। রাজশাহী কমিউটার দুপুর ১২ টা ২০ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি এখনও প্লাটফর্মে পৌঁছেনি।

আরও পড়ুনঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

ময়মনসিংহের যাত্রী আকলিমা বলেন, সাড়ে ১১টায় আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল। প্রায় ৩ ঘণ্টা হয়ে গেলো এখনও ট্রেন ছাড়লো না। কখন ছাড়বে সেটিও জানি না। বাচ্চাদের নিয়ে ভোগান্তিতে পড়ে গেলাম।

Advertisement

অগ্নিবীণা এক্সপ্রেসের যাত্রী জাফর আলী বলেন, কয়েক ঘণ্টা ধরে বসে আছি। ট্রেন ছাড়ার খবর নাই। কখন ছাড়বে সেটিও জানানো হয়নি।

পুলিশ ভেরিফিকেশন বাতিলের সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন

এদিকে কমলাপুর রেলস্টেশন ঘুরে অতিরিক্ত যাত্রীদের চাপ দেখা গেছে। স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, শীতকাল ও ডিসেম্বরে স্কুলছুটি সব মিলিয়ে কিছুদিন ধরে যাত্রীদের চাপ কিছুটা বেশি।

এ বিষয়ে কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম জাগো নিউজকে বলেন, অবরোধের কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। যখন অবরোধ উঠে যাবে তখনই ট্রেন চলাচল শুরু হবে।

এনএস/জেএইচ

Advertisement