সাতক্ষীরার তালা উপজেলার লক্ষ্মণপুর গ্রামে স্বামীর মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে স্ত্রী স্বর্ণলতা দাশের মৃত্যু হয়েছে।
Advertisement
সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে তাদের মৃত্যু হয়। মঙ্গলবার তাদের একত্রে দাহ করা হয়।
উপজেলার লক্ষ্মণপুর গ্রামের উন্নয়ন কর্মী মিলন দাস জানান, গ্রামের কানাই চন্দ্র দাস (৭০) দীর্ঘদিন অসুস্থ ছিলেন। সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি গুরুতর অসুস্থ হলে চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। কিন্তু পথিমধ্যে মির্জাপুর বাজার এলাকায় পৌঁছালে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনার ১০ মিনিট পর স্বামীর মৃত্যুর খবর শুনে স্ত্রী স্বর্ণলতা দাস নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
প্রতিবেশী মার্ক সরকার জানান, কানাই দাস ও স্বর্ণলতা দাস দম্পতির সুখী সংসার ছিল। তাদের ঘরে ১ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মির্জাপুর শ্মশানে স্বামী ও স্ত্রীকে দাহ করা হয়। স্বামী ও স্ত্রীর একসঙ্গে মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Advertisement
আহসানুর রহমান রাজীব/এফএ/জিকেএস