শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতু। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, এই দ্বীপরাষ্ট্রের রাজধানী পোর্ট ভিলার কাছে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। খবর আল জাজিরার।
Advertisement
প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, স্থানীয় সময় মঙ্গলবার রাজধানী পোর্ট ভিলা থেকে ৩৭ কিলোমিটার (২৩ মাইল) দূরে ভূমিকম্পটি আঘাত হেনেছে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬ মাইল)।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজে দেখা গেছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, নিউজিল্যান্ড এবং যুক্তরাজ্যের দূতাবাস অবস্থিত এমন একটি ভবনের জানালা ভেঙে পড়েছে এবং পিলার ধসে পড়েছে।
তবে ওই ভূমিকম্প থেকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হনলুলুতে অবস্থিত প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ওই অঞ্চলে উপকূলরেখার জন্য সতর্কতা জারি করা হয়েছে।
Advertisement
এতে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে পানির উচ্চতা বেড়ে যেতে পারে। ফলে সমুদ্রের পানির ঢেউ ফিজি, কেরমাডেক দ্বীপপুঞ্জ, কিরিবাতি, নিউ ক্যালেডোনিয়া, পাপুয়া নিউ গিনি, সলোমন দ্বীপপুঞ্জ, টুভালু এবং ওয়ালিস এবং ফুটুনাসহ পার্শ্ববর্তী দ্বীপগুলোতেও আঘাত হানতে পারে।
আরও পড়ুন: ভানুয়াতুতে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প চিলিতে শক্তিশালী ভূমিকম্প চিলিতে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পঅপরদিকে অস্ট্রেলিয়ান ব্যুরো অব মেটিওরোলজি জানিয়েছে, দেশটিতে সুনামির কোনো হুমকি নেই। নিউজিল্যান্ডের কর্তৃপক্ষও জানিয়েছে, সেখানে সুনামির কোনো আশঙ্কা নেই।
টিটিএন
Advertisement