দেশজুড়ে

মাওলানা জুবায়ের ও তার অনুসারীদের প্রতি খোলা চিঠি সা’দ পন্থিদের

বিশ্ব ইজতেমার আগে আগামী ২০ ডিসেম্বর থেকে ৫ দিনের জোড় ইজতেমায় বাধা-প্রদান না করা এবং যেকোনো প্রকার সহিংসতা এড়ানোর লক্ষ্যে বিশ্ব ইজতেমার মাওলানা জুবায়ের ও তার অনুসারীদের উদ্দেশে খোলা চিঠি দিয়েছেন সাদ পন্থী মাওলানা সৈয়দ ওয়াসিফ ইসলাম।

Advertisement

মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (১৬ ডিসেম্বর) লেখা চিঠিতে মাওলানা সৈয়দ ওয়াসিফ ইসলাম উল্লেখ করেন, ‘প্রতিবারের মতো এবারও আপনাকে খোলা চিঠি দিয়ে যাবতীয় সংঘর্ষ এড়ানোর আহ্বান করছি। আর এটাকে আমরা নবুয়্যতি জিম্মাদারীর অংশ ও ইতমামে হুজ্জত মনে করছি।

আপনি আমাদের আগের খোলা চিঠিতে দেওয়া ঐক্য বা সমঝোতামূলক সহাবস্থানের আহ্বানকে কোনোরূপ সম্মান প্রদর্শন তো করেনইনি, উত্তরও দেননি! দেশ ও জাতির স্বার্থে আপনাকে আবারও খোলা চিঠি দিচ্ছি।

Advertisement

আগামী ২০ ডিসেম্বর, ২০২৪ তারিখ থেকে টঙ্গীর ময়দানে আমাদের পাঁচ দিনের জোড় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই জোড়কে কেন্দ্র করে আপনি যে সহিংসতামূলক বক্তব্য দিচ্ছেন এবং আপনার লোকদের ময়দানে জমা করে আমাদের জোড়কে ব্যাহত ও প্রতিহত করার অন্যায় পরিকল্পনা করছেন- তা অত্যন্ত নিন্দনীয় এবং ঘৃণ্য কাজ হিসেবে দেশ ও জাতির কাছে প্রমাণিত হচ্ছে! আপনারা ময়দানে জোড় করেছেন- আমরা খোলা চিঠিতে আপনাদের জন্য দু'আ করেছি, আপনাদের সাফল্য কামনা করেছি। পাশাপাশি এও আহ্বান জানিয়েছি যে, আমাদের জোড়ের সময় আপনারা ময়দান খালি করে দেবেন। কিন্তু জানি না, কোন অজানা কারণে আপনি বারবার সহিংসতার পথে হাঁটছেন! দেশের এই ক্রান্তিলগ্নে আপনার তো এতোটুকু বোঝা উচিৎ যে, আমাদের পারস্পরিক যেকোনো সাংঘর্ষিক অবস্থাকে কেন্দ্র করে ‘তৃতীয় পক্ষ’ সুযোগ নিয়ে আবারও দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে!

মাওলানা যোবায়ের সাহেব!

বিনয়ের সাথে আপনাকে বলছি- উলামায়ে কেরাম এবং মাদ্রাসার ত্বলাবাদের দিয়ে আমাদেরকে প্রতিহত করার যে দূর্বল পথে আপনি হেঁটেছেন- তা আপনাকে প্রতিষ্ঠিত তো করেইনি বরং দু’দিন আগে আপনি নিজেই স্বীকার করেছেন যে, আপনারা অস্তিত্ব সংকটে ভুগছেন! অন্যদিকে আল্লাহপাকের শোকর আদায় করি- আমরা নিজামুদ্দীনের অনুসারীরা এতো বাধা, এতো বিরোধিতার পরও কখনো অস্তিত্ব সংকটে পড়িনি বা পড়ার বা ভোগার চিন্তাও করিনি! আমাদের শক্তি- আল্লাহপাকের প্রতি আমাদের অগাধ আস্থা, আমাদের ঐক্য এবং মার্কাজ নিজামুদ্দীনের প্রতি আমাদের ইতায়াত। দাওয়াতী মেহনতের বিশ্ব মার্কাজ নিজামুদ্দীন এবং বিশ্ব তাবলীগের আমির হজরত মাওলানা সা’দ সাহেব (দা. বা.) থেকে দূরে সরে যাওয়ার কারণেই আজ আপনারা অস্তিত্ব সংকটে পড়েছেন বলে আমরা মনে করি...!

আপনাকে আহ্বান করছি, দয়া করে উলামা ও কোমলমতী ত্বলাবাদের অন্যায়ভাবে ব্যবহার করার এহেন পদক্ষেপ দ্বিতীয়বার নেবেন না বা নেওয়ার চেষ্টাও করবেন না! আমরা পরিষ্কার ভাষায় জানাচ্ছি, আগামী ২০ ডিসেম্বর, ২০২৪ তারিখে যে জোড় শুরু হতে যাচ্ছে সেখানে কোনো পক্ষের কোনো একজন সাথীও যদি আপনার অদূরদর্শী সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্ত হয়, তার দায়ভার সম্পূর্ণভাবে আপনাকে ও আপনার পরামর্শদাতাদেরকে বহন করতে হবে!’

আমিনুল ইসলাম/এফএ/জিকেএস

Advertisement