জাতীয়

বিজয় দিবসে ধানমন্ডি সোসাইটির বিজয় মেলা

বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে রাজধানীর ধানমন্ডি সোসাইটি। সোমবার (১৬ ডিসেম্বর) ধানমন্ডি ৪ নম্বর ক্রিকেট একাডেমি মাঠে এই আয়োজন করা হয়। সকাল ১০টায় শুরু হওয়া অনুষ্ঠান চলে মধ্যরাত পর্যন্ত।  ধানমন্ডি সোসাইটি আয়োজিত এই অনুষ্ঠানের প্লাটিনাম স্পন্সর হিসেবে ছিল রংপুর রাইডার্স। সন্ধ্যায় শুরু হয় নৃত্যানুষ্ঠান (বাফা), ধানমন্ডি সোসাইটির প্রামাণ্য চিত্র, দেশাত্মবোধক সংগীত ও ম্যাজিক শো। একই সঙ্গে চলে বিজয় মেলাও।

Advertisement

আরও পড়ুনএবার অন্যরকম বিজয় উৎসব আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা, হাসনাত-সারজিসের সংহতি 

এর আগে সোমবার সকালে চিত্রকলা প্রদর্শনী এবং শিশুদের খেলার আয়োজন দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে দিনভর সাপের খেলা, বায়োস্কোপ, লাঠিখেলা, বানর খেলা, মার্বেল খেলা, ভাগ্য গণনা শিশুদের উপভোগ করতে দেখা যায়।

 খেলার পর্ব শেষে বিরতির পর বিকেল ৪টায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে আয়োজনে পাশে থাকা স্পন্সরদের পুরস্কার প্রধান, জাতীয় সংগীত ও মুক্তিযোদ্ধাদের ছবি ধারণ, গুণীজনদের সম্মাননা দেওয়া হয়। এছাড়া ধানমন্ডি সোসাইটির সিকিউরিটি এবং ধানমন্ডি কমিউনিটি পুলিশদের উপহার দেওয়া হয়।  এমএমএ/কেএসআর

Advertisement