মহান বিজয় দিবস উপলক্ষে মালয়েশিয়ায় ফুটসাল টুর্নামেন্ট আয়োজন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। বিয়াম সিটি ইউনিভার্সিটি ফুটসাল টুর্নামেন্ট-২০২৫ নামে এ আয়োজন করে বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়ার (বিয়াম) সিটি ইউনিভার্সিটি চ্যাপ্টার কমিটি।
Advertisement
সোমবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী জমজমাট এই টুর্নামেন্ট আয়োজন করা হয়। এতে ফাইনাল ম্যাচে লিংকন ইউনিভার্সিটিকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (আইআইইউএম)।
কুয়ালালামপুরের বাংসার সিটিতে অবস্থিত কমপ্লেক্স সুকান মাঠে স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয় টুর্নামেন্ট। এতে স্বাগতিক সিটি ইউনিভার্সিটি, মাহসা ইউনিভার্সিটি, লিংকন ইউনিভার্সিটি এবং আইআইইউএম বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সর্বমোট ৬টি ম্যাচ নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনএবার অন্যরকম বিজয় উৎসব কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে বিজয় দিবস উদযাপনফাইনাল ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে ট্রফি বিতরণ করেন বিয়াম প্রেসিডেন্ট বশির ইবনে জাফর, পিনাকল ফুডসের মার্কেটিং ম্যানেজার মুরাদ ও হেড অব মার্কেটিং তাহসিন।
Advertisement
শিরোপা প্রদান অনুষ্ঠানে অতিথিরা বিয়ামের তরুণদের এই অসামান্য কাজের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, বিজয়ের গৌরবে আমরা এখনো যেমন সমুজ্জ্বল, তেমনই বিয়ামও তার আপন গতিতে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে এক উজ্জ্বল গন্তব্যের দিকে ছুটছে। বিয়ামের এই অগ্রযাত্রা আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন বিয়াম সিটি ইউনিভার্সিটির চ্যাপ্টার প্রেসিডেন্ট এমডি রফিকুল ইসলাম, স্পোর্টস সেক্রেটারি জাহিদুল ইসলাম, বিয়াম লিংকন ইউনিভার্সিটির চ্যাপ্টার প্রেসিডেন্ট ফাইজা হুমাইরা, সেক্রেটারি আরমান মজুমদার, বিয়াম মাহসা ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট সামিন শাহরিয়ার রাজিন, সেক্রেটারি তৌফিকুর রহমান মাহফুজ সহ প্রতিটি চ্যাপ্টার কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
টুর্নামেন্ট আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিল প্রাণ, দ্যা স্টাডি ডক্টর এবং নেক্সট জেন।
কেএসআর/
Advertisement