সেনাবাহিনীর বার্ষিক যৌথ প্রশিক্ষণ শুরু হচ্ছে মঙ্গলবার (১৭ ডিসেম্বর)। সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
Advertisement
আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনী প্রতিটি প্রশিক্ষণ বছর শেষে ডিসেম্বর-জানুয়ারি মাসে বিভিন্ন ডিভিশনের দায়িত্বপূর্ণ এলাকায় বার্ষিক যৌথ প্রশিক্ষণ অনুশীলন করে থাকে।
আরও পড়ুনবাংলাদেশ ও ভারতের উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তাদের সাক্ষাৎ বিজয় দিবসে বিমান বাহিনীতে অনারারি কমিশন পেলেন ১৫ কর্মকর্তাএরই ধারাবাহিকতায় চলতি প্রশিক্ষণ বছর শেষে ১৭ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন ডিভিশনগুলোতে নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় বার্ষিক যৌথ প্রশিক্ষণ অনুশীলন করবে।
এই বার্ষিক যৌথ প্রশিক্ষণ বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ।
Advertisement
টিটি/কেএসআর