রাজনীতি

বিজয় দিবস উপলক্ষে ঢাকায় ইসলামী ছাত্র আন্দোলনের বিজয় র‍্যালি

বিজয় দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে বিজয় র‍্যালি করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেট থেকে এই র‍্যালি শুরু হয়।

Advertisement

র‌্যালিপূর্ব বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, বিজয়ের ৫৪ বছরেও জনগণ বিজয়ের প্রকৃত স্বাধ ও সুবিধা থেকে বঞ্চিত। ৫৪ বছরে যারা রাষ্ট্রক্ষমতায় ছিল তারা সবাই নিজের আখের গুছিয়েছে। ভাগ্যাহত জনতার ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তারা হয়েছে আঙুল ফুলে কলাগাছ। আধিপত্যবাদ ভারতের আগ্রাসী মনোভাব বাংলাদেশের ১৮ কোটি মানুষ বরদাশত করবে না। ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে।

তিনি বলেন, ভারতে বাংলাদেশের হাইকমিশনে হামলা এবং পতাকা পুড়িয়ে অসভ্যতার পরিচয় দিয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনের ভুয়া সংবাদ পরিবেশন করে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট করার হীন ষড়যন্ত্রে লিপ্ত। ভারত আমাদের সঙ্গে দাদাগিরি করতে চায়। ভারতের দাদাগিরির সময় পুরিয়ে আসছে। খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তারা। ভারত থেকে হাসিনাকে ফেরত আনতে হবে। গণহত্যার দায়ে হাসিনাকে ফাঁসি দিতে হবে।

যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে র‌্যালিপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম, মাওলানা আরিফুল ইসলাম, ডা. মুহাম্মাদ শহিদুল ইসলাম, ছাত্রনেতা মুনতাছির আহমাদ, কেএম শরীয়াতুল্লাহ, মুফতি ফরিদুল ইসলাম, মাওলানা মাকসুদুর রহমান, মাওলানা মাসউদুর রহমান প্রমুখ।

Advertisement

এএএম/এমআইএইচএস