পশ্চিমবঙ্গের সিনেমায় একসময়ের হিট জুটি দেব ও শুভশ্রী। তাদের জুটির ছবি মানেই একটি ব্লকবাস্টার হিট সিনেমা। অনস্ক্রিনে দারুণ জমজমাট ছিল তাদের কেমিস্ট্রি। তার আঁচ লেগেছিল ব্যক্তিজীবনেও। মন দিয়ে ফেলেছিলেন একে-অপরকে।
Advertisement
এরপর বহুবছর প্রেম করার পর হঠাৎ বিচ্ছেদ। তাদের হৃদয় ভাঙ্গার সঙ্গে সঙ্গে ভক্তদেরও মন ভাঙ্গে। কলকাতার সিনেমার নির্মাতা-প্রযোজকদেরও ব্যবসার বিরাট একটা জুটি ভেঙ্গেছিল। এরপর থেকে যে কোনো পরিস্থিতিতে মুখোমুখি হওয়া থেকে এড়িয়ে গিয়েছেন একে-অপরকে। শুভশ্রী বিয়ে করেছেন পরিচালক রাজ চক্রবর্তীকে। আর দেব মজে আছেন রুক্মিণীর প্রেমে। দেব-শুভশ্রীকে আর কখনো দেখা যাবে একসঙ্গে, সেই উত্তর জানা নেই।
তবে দুই তারকা একসঙ্গে হাজির হচ্ছেন বক্স অফিসের লড়াইয়ে। বলা যায়, ২০ ডিসেম্বর বেশ বড় একটা স্নায়ুযুদ্ধ হতে চলেছে টলিউডে। এদিনে মুক্তি পাচ্ছে দেব অভিনীত ‘খাদান’ আর শুভশ্রী অভিনীত ‘সন্তান’। দুই ছবি নিয়েই দর্শকদের উন্মাদনার পারদ তুঙ্গে। কিন্তু দেখা যাচ্ছে, কথার মাধ্যমে হালকা চালে আক্রমণ চালাচ্ছে দুই পক্ষই, বিশেষ করে ভিডিওর মাধ্যমে।
এরই মাঝে এক সাংবাদিক রাজের কাছে প্রশ্ন করেন- তিনি কি কোনোদিন সিনেমা বানাবেন দেব আর শুভশ্রীকে নিয়ে? হিন্দুস্তান টাইমস বাংলা সেই উত্তর নিয়ে করেছে প্রতিবেদন। সেখানে রাজের জবাবে বলা হয়েছে, ‘সবার প্রথম দেব আর জিতের একসঙ্গে ছবি করা উচিত। দেব আর শুভশ্রী বা জিৎ আর শুভশ্রী নয়। হিরোইন তো প্রচুর হয়ে যাবে। কিন্তু আমার যেহেতু আমাদের ইন্ডাস্ট্রি পুরুষ প্রধান, দেব আর জিতের একসঙ্গে কাজ করা নিয়ে কথা বলো।’
Advertisement
তিনি আরও বলেন, ‘জিত ও দেব একসঙ্গে কাজ করলে বাণিজ্যিক সিনেমা অনেকটা লাভ করতে পারবে। সেটা দেব আর শুভশ্রী আসলে হবে না বা জিৎ আর শুভশ্রী এক হলে হবে না। দেব আর শুভশ্রী তো করেছে অনেক ছবি। জিৎ আর শুভশ্রীও অনেক ছবি করেছে। যেটা দরকার সেটা হলে- দেব আর জিতের একসঙ্গে আসা।’
সেইসঙ্গে নিজের ছবির প্রচারণায় তিনি দর্শককে দেবের ‘খাদান’ দেখারও আহ্বান জানান।
রাজ চক্রবর্তী পরিচালিত ‘সন্তান’ সিনেমায় অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গলী। অন্যদিকে দত্ত সুজিত পরিচালিত ‘খাদান’ সিনেমায় দেবের সঙ্গে আছেন যীশু সেনগুপ্ত, ইধিকা পাল প্রমুখ।
এলএ/জিকেএস
Advertisement