রাজনীতি

এক ছাত্রদল নেতাকে আরেক নেতার ছুরিকাঘাত

চট্টগ্রামের পটিয়ায় মিজান (২৬) নামের এক ছাত্রদল নেতার ছুরিকাঘাতে সিজান (১৯) নামের আরেক ছাত্রদল নেতা আহত হয়েছেন। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পটিয়া সদরের ডাকবাংলো এলাকার উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

Advertisement

আহত সিজান উপজেলার কচুয়াই ইউনিয়নের উত্তর শ্রীমাই ৮ নম্বর ওয়ার্ডের নুরুল হকের ছেলে। অন্যদিকে হামলাকারী মিজান (২৬) কচুয়াই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মল্লপাড়া এলাকার বাসিন্দা। দুজনই দক্ষিণ জেলা বিএনপির সাবেক এনামুল হক এনামের অনুসারী।

জানা গেছে, মিজান ও সিজান দুজনই দক্ষিণ জেলা বিএনপির সাবেক এনামুল হক এনামের অনুসারী। দুজনই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী। মিজান তার রাজনৈতিক প্রতিপক্ষ সিজানকে পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাত করে। এতে সিজানের নিতম্বে মারাত্মকভাবে জখম হয়। সিজানকে প্রাথমিক চিকিৎসা শেষে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া জাগো নিউজকে বলেন, সকালে ছুরিকাঘাতে আহত এক যুবককে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, ডাকবাংলো এলাকায় একজনকে ছুরিকাঘাতের বিষয় শুনেছি। তবে কেউ আমাদের কাছে অভিযোগ নিয়ে আসেনি।

এমডিআইএইচ/এমআইএইচএস/জিকেএস