বিনোদন

এবার হরর থ্রিলার সিনেমায় শাহরুখ!

বলিউডের চলচ্চিত্র নির্মাতা আদিত্য সর্পোতদার। তিনি ‌‘হেরেটিক’ নামে নতুন সিনেমা বানাতে চলেছেন। ছবিটি হবে বিগ বাজেটে নির্মিত হরর থ্রিলার সিনেমা। থাকবে প্রচুর ভিএফএক্সের কাজ। তার ছবির প্রাক প্রস্তুতি চলছে। এরইমধ্যে বলিউড কিং খান শাহরুখকে নিয়ে শোরগোলের জন্ম দিলেন।

Advertisement

বলিউড হাঙ্গামা জানাচ্ছে, তিনি এক আলোচনায় বলিউড সুপারস্টার শাহরুখ খান হরর থ্রিলারের জন্য একেবারে পারফেক্ট পছন্দ বলে মন্তব্য করেন। তার এই মন্তব্যের পর থেকেই মনে করা হচ্ছে ‘হেরেটিক’ সিনেমায় কাজ করবেন শাহরুখ।

নিজের আসন্ন প্রকল্প নিয়ে কথা বলতে গিয়ে সর্পোতদার জানান, শাহরুখ খানের বিশেষ ক্যারিশমা এবং তীব্রতা তাকে এই জেনারে আদর্শ অভিনেতা বানিয়েছে। তবে শাহরুখকে তার সিনেমায় দেখা যাবে কি না সে বিষয়ে কিছু বলেননি এই পরিচালক।

সাক্ষাৎকারে সর্পোতদার আরও বলেন, হেরেটিক একটি সাসপেন্স এবং ভুতুড়ে গল্প নিয়ে তৈরি সিনেমা। এটি শাহরুখ খানের জন্য অত্যন্ত উপযুক্ত। তার মতে, শাহরুখ খান যখন জটিল অনুভূতি এবং চরিত্র ফুটিয়ে তোলেন তা চলচ্চিত্রটির অদ্ভুত এবং রহস্যময় আবহাওয়া আরও গভীর করে তোলে।

Advertisement

তিনি মনে করেন, শাহরুখ খানের মতো একজন অভিনেতার হরর থ্রিলারে অংশগ্রহণ বলিউডে এই জেনারটিকে নতুনভাবে উপস্থাপন করতে পারে। তার দক্ষতা এবং চরিত্রের প্রতি ভালোবাসা ‘হেরেটিক’র মতো সিনেমায় নতুন মাত্রা যোগ করবে।

হেরেটিক হরর থ্রিলার ঘরানায় একটি নতুন দিগন্ত উন্মোচন করার লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে। সর্পোতদার নিশ্চিত যে শাহরুখ খানের অংশগ্রহণ সিনেমাটিকে আরও উত্তেজনাপূর্ণ এবং দর্শক আকর্ষণীয় করে তুলবে।

যদিও শাহরুখ খানের এ সিনেমায় অংশগ্রহণের ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে ভক্তরা খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন শাহরুখকে নতুন ঘরানার চরিত্রে দেখার জন্য।

এলএ/এমএস

Advertisement