দেশজুড়ে

চালককে মারধর, রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ

বাসচালকদের মারধরের জেরে রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে রাজশাহীর কোনো বাস ছেড়ে যাচ্ছে না।

Advertisement

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার সকালে রাজশাহীর তানোর উপজেলায় অন্তত পাঁচজন বাসশ্রমিককে মারধর করেন সিএনজি অটোরিকশার চালকরা। এতে বাসচালক স্বপন আলী, বাবর, শাহীন, নুরুজ্জামান ও কন্ডাক্টর জিয়া আহত হন। তাদের মারধরের জেরেই রাজশাহী থেকে আন্তঃজেলার সব বাস বন্ধ করে দেওয়া হয়েছে।

নজরুল ইসলাম আরও বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। দুই পক্ষের মিটিং আছে। মিটিং শেষে হলে বলতো পারবো বাস আবার কবে চালু হবে।’

Advertisement

এদিকে দুপুর ১টার দিকে হঠাৎ করেই বাসশ্রমিকরা নগরের শিরোইল বাস টার্মিনাল এলাকায় লাঠিসোঁটা হাতে রাস্তায় নেমে আসেন। তারা নগরের রেলগেটের সিএনজি স্ট্যান্ডের দিকে অগ্রসর হতে চাইলে শ্রমিক নেতা হেলাল উদ্দিন তাদের উত্তেজিত না হতে অনুরোধ করেন। তবে অনুরোধ উপেক্ষা করে কিছু শ্রমিক সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুরের উদ্দেশ্য অগ্রসর হন রেলগেটের দিকে। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে শ্রমিকদের শান্ত করে।

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, ‘শ্রমিকরা বাস ছাড়ছেন না। রাজশাহী থেকে সব রুটের বাস বন্ধ আছে। শুধু বাইরে থেকে আসা বাস চলে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘তানোরে আমাদের কয়েকজন শ্রমিককে মেরে আহত করেছেন সিএনজি অটোরিকশার চালকরা। পুলিশ এখনো মামলা নেয়নি। কাউকে গ্রেফতারও করেনি। ফলে শ্রমিকরা ক্ষুব্ধ হয়েছেন।’

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘বাসশ্রমিক ও সিএনজি অটোরিকশার চালকদের সমস্যা পুরোনো। এরা শহরে গেলে তাদের সিএনজি আটকানো হয়। এরা তখন তানোরে বাসের চালক-হেলপারদের দাপট দেখায়। এই সমস্যার সমাধান হওয়া উচিত।’

Advertisement

ওসি আরও বলেন, বাসশ্রমিকরা অভিযোগ দিয়ে গেছেন। মামলা রেকর্ড করা হচ্ছে।

সাখাওয়াত হোসেন/এসআর/এমএস