মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাঙামাটি সদর সেক্টরের উদ্যোগে সোমবার (১৬ ডিসেম্বর) সকালে নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে বীরশ্রেষ্ঠের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
Advertisement
প্রথমে বিজিবি মহাপরিচালকের পক্ষে শ্রদ্ধা জানান রাঙ্গামাটি সেক্টর কমান্ডার কর্নেল মো. ইফতেখার হোসেন। এরপর বিজিবি রাঙ্গামাটি সদরদপ্তরের পক্ষে সেক্টর কমান্ডার পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে গার্ড অব অনার প্রদান করা হয়।
বিজিবি রাঙ্গামাটি সদর সেক্টর কমান্ডার কর্নেল মো. ইফতেখার হোসেন বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফকে সমাহিত করা ও বুড়িঘাট যুদ্ধের প্রত্যক্ষদর্শী দয়াল কৃষ্ণ চাকমার সঙ্গে কথা বলেন। দয়াল কৃষ্ণ চাকমা বুড়িঘাট যুদ্ধের স্মৃতিচারণ করেন। পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।
এসময় বিজিবি কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া, পদাতিক ও বিজিবি রাঙ্গামাটি সদর সেক্টরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Advertisement
এছাড়া বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের উদ্যোক্তা ও পরিচালক ইয়াছিন রানা সোহেল উপস্থিত ছিলেন।
মহান মুক্তিযুদ্ধের সময় ২০ এপ্রিল পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করে শহীদ হয়েছিলেন তৎকালীন ইপিআর বাহিনীর ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ। নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে তাকে সমাহিত করা হয়েছিল। দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধে অসামান্য ও অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করে।
সাইফুল উদ্দীন/জেডএইচ/জেআইএম
Advertisement