বিনোদন

শক্তি কাপুরকে অপহরণের পরিকল্পনা ফাঁস, হোতা আটক

বলিউডের কিংবদন্তি অভিনেতা শক্তি কাপুর। তাকে অপহরণ করার পরিকল্পনা ফাঁস হয়েছে। এই তথ্যগুলো উঠে এসেছে অভিনেতা মুস্তাক মোহাম্মদ খানকে অপহরণের ঘটনা তদন্তের মাধ্যমে। মুস্তাককে দিল্লি বিমানবন্দর থেকে অপহরণ করা হয়েছিল। তাকে বিজনোর, উত্তরপ্রদেশে বন্দি করে রাখা হয়েছিল। তিনি সাহসিকতা ও বুদ্ধি খাটিয়ে পালিয়ে আসতে সক্ষম হন।

Advertisement

মুস্তাক খানের অপহরণের সঙ্গে জড়িত চারজন গ্যাং সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বিজনোরের পুলিশ সুপার (এসপি) অভিষেক ঝা জানান, এই গ্যাংটি চলচ্চিত্রের তারকাদের ইভেন্টে অংশগ্রহণের প্রলোভন দিয়ে ফাঁদে ফেলতো। তারা লক্ষ্যভ্রষ্টদের আস্থা অর্জনের জন্য অগ্রিম টাকা এবং বিমান টিকিট পাঠাতো।

মুস্তাক খান এই চক্রের শিকার হন। ২০ নভেম্বর তিনি দিল্লি বিমানবন্দরে আসেন। সেখানে তাকে মীরতর একটি ইভেন্টে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু যাত্রাপথে তাকে জোরপূর্বক অপহরণ করা হয় এবং বন্দি করে রাখা হয়। বন্দি অবস্থায় গ্যাংটি তার ব্যাংক তথ্য হাতিয়ে নিয়ে ২.২ লাখ রুপি তুলে নেয়, এরপর খান পালাতে সক্ষম হন।

পুলিশের সূত্রে জানা গেছে, শক্তি কাপুরও এই গ্যাংয়ের টার্গেট ছিলেন। তারা ৫ লাখ রুপি চেয়েছিল শক্তি কাপুরের জন্য। কিন্তু অগ্রিম টাকার পরিমাণ বেশি চাওয়ায় চুক্তি ভেঙে যায়। এই অপ্রত্যাশিত সমস্যা শক্তি কাপুরকে অপহরণ হওয়ার হাত থেকে রক্ষা করেছে।

Advertisement

এসপি অভিষেক ঝা বলেন, ‘গ্যাংটি সাধারণত এমন সেলিব্রিটিদের লক্ষ্য করে যাদের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তারা ভয়ানক পরিকল্পনা অনুযায়ী চলছিল। কিন্তু শক্তি কাপুরের জন্য অনেক বেশি অগ্রিম দাবি করার জন্য তাদের পরিকল্পনা ভেস্তে যায়।’

পুলিশ বর্তমানে গ্যাংয়ের বাকি সদস্যদের খুঁজে বের করার চেষ্টা করছে, যার মধ্যে গ্যাংয়ের প্রধান লবি রাহুল সাইনি নামের একজন রয়েছে। পুলিশ আটক হওয়া ব্যক্তিদের কাছ থেকে ১.০৪ লাখ রুপি উদ্ধার করেছে। চলচ্চিত্র ব্যক্তিত্বদের অপহরণের সঙ্গে তাদের সম্পর্ক খতিয়ে দেখছে।

এলএ/জেআইএম

Advertisement