দেশজুড়ে

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিল

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। মহান বিজয় দিবসের দিন সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে সরকারি শেখ মুজিবুর রহমান কলেজে এই মিছিল হয়।

Advertisement

উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেমাস রহমান এতে নেতৃত্ব দিন। মিছিলে অংশ নেন ১১ জন। এসময় তারা নানান স্লোগান দেন।

পরে কলেজ প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা।

মিছিলে আরও উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল ফকির, সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান, বর্ণি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রোমান মোল্লা, কুশলি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাকির হোসেন।

Advertisement

আশিক জামান অভি/জেডএইচ/জেআইএম