মহান বিজয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনসের পুলিশ স্মৃতিসৌধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।
Advertisement
পুনাক সভানেত্রী আফরোজা হেলেন সোমবার সকালে পুলিশ স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এসময় পুনাকের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে রাজারবাগ পুলিশ লাইনস স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বকস চৌধুরী, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ও ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
Advertisement
টিটি/এমএইচআর/জেআইএম