দেশজুড়ে

যুবলীগ নেতার ফিলিং স্টেশন থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের শ্রীনগরে এক যুবলীগ নেতার মালিকানাধীন ফিলিং স্টেশনের পরিত্যক্ত তেলের ট্যাংকি থেকে জুনায়েত (১২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

Advertisement

রোববার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহত জুনায়েত স্থানীয় নয়াপাড়া এলাকার নুর হোসেনের ছেলে।

উদ্ধার কাজের সময় রাত ১০টার দিকে ট্যাংকিতে জমে থাকা গ্যাস বিস্ফোরণে রাসেল (২২) নামের এক দমকলকর্মীসহ পাঁচজন আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, হাঁসাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সাব্বির আহমেদ নাসিমের মালিকানাধীন ফিলিং স্টেশনটি প্রায় এক মাস ধরে বন্ধ ছিল। এটি পুনরায় চালু করার জন্য ট্যাংক পরিষ্কারের কাজ চলছিল। কিন্তু কেন এর মুখ খোলা রাখা হয়েছিল তা কেউ বলতে পারছে না। সেখানে রাহাত নামে এক ছেলে কাজ করতো। তার সঙ্গে জুনায়েত এসে সেখানে খেলা করতো। রাহাত ও অপরজন নিখোঁজ রয়েছে।

Advertisement

শ্রীনগর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আবুল কাল আজাদ বলেন, তেলের ট্যাংকিতে শিশু মরদেহের খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করি। তবে ট্যাংকিতে প্রচুর গ্যাস জমে থাকায় ব্যাহত হয় তৎপরতা। রাত ১০টার দিকে বিস্ফোরণে কয়েকজন আহত হয়। পরে আবারো চেষ্টায় শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফিলিং স্টেশনের কাউকে পাওয়া যায়নি।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউয়ুম উদ্দীন চৌধুরী বলেন, জুনায়েতের মরদেহ পাওয়া গেলেও রাহাতকে এখনো পাওয়া যায়নি। সেখানে কি ঘটেছিল তদন্ত করা হচ্ছে।

আরাফাত রায়হান সাকিব/জেডএইচ/জেআইএম

Advertisement