রাজনীতি

জাতীয় স্মৃতিসৌধে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লেন ফখরুল

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Advertisement

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য তিনি প্রস্তুতি নেন। এসময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে নেতাকর্মীরা তাকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা দেন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সাভারে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। তিনি এখন অনেকটা সুস্থ।

Advertisement

সেখানে তার সঙ্গে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, সালাউদ্দিন আহমেদ, হাবিব উন নবী খান সোহেল। 

মাহফুজুর রহমান নিপু/জেডএইচ/এমএমএআর/জেআইএম