১৩ মে অনুষ্ঠিত হয়ে গেলো ১৩তম শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায়ের পরীক্ষা। অনেকেই শিক্ষকতা পেশায় যুক্ত হওয়ার আশায় এ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। পরীক্ষায় তাদের দেয়া প্রশ্নগুলোর সমাধান নিয়েই আজকের আয়োজন। আজ প্রকাশ হচ্ছে সাধারণ জ্ঞান অংশের বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়।১. প্রশ্ন : বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত রয়েছে?উত্তর : ২টি।২. প্রশ্ন : গারো পাহাড় কোন জেলায় অবস্থিত?উত্তর : ময়মনসিংহ।৩. প্রশ্ন : বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?উত্তর : ফরিদপুরে।৪. প্রশ্ন : বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় কোন জেলাকে?উত্তর : দিনাজপুর (নিশ্চিত নয়)।৫. প্রশ্ন : বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য রাষ্ট্র?উত্তর : ৩২তম (সঠিক উত্তর নেই)।৬. প্রশ্ন : বাংলাদেশের কোন মসজিদকে ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করে?উত্তর : ষাট গম্বুজ মসজিদ।৭. প্রশ্ন : সুইফট কোডের সংখ্যা কত?উত্তর : ৮।৮. প্রশ্ন : HTML এর পূর্ণরুপ কী?উত্তর : Hyper Text Mark Up Language.৯. প্রশ্ন : বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে?উত্তর : সম্রাট আকবর।১০. প্রশ্ন : কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?উত্তর : হামিদুর রহমান।১১. প্রশ্ন : মালয়েশিয়ার মুদ্রার নাম কি?উত্তর : রিংগিত।১২. প্রশ্ন : হিউম্যান পেপিলোমা কী?উত্তর : ভাইরাস।১৩. প্রশ্ন : নিরাপদ মাতৃত্ব দিবস কবে?উত্তর : ২৮ মে।১৪. প্রশ্ন : ইনসুলিন কে আবিষ্কার করেন?উত্তর : ফ্রেডরিক বেন্টিং (সঠিক উত্তর নেই)।১৫. প্রশ্ন : টেস্ট ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরি করেন কে?উত্তর : ব্রেন্ডন ম্যাককালাম।১৬. প্রশ্ন : মহাকর্ষীয় তরঙ্গের আবিষ্কারক দীপঙ্কর তালুকদারের নিজ জেলা কোনটি?উত্তর : বরগুনা।১৭. প্রশ্ন : বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষার মধ্যে বাংলার অবস্থান কততম?উত্তর : চতুর্থ।১৮. প্রশ্ন : কোন জেলাকে শস্যভাণ্ডার বলা হয়?উত্তর : বরিশাল।১৯. প্রশ্ন : ২১ শে ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে ঘোষণা করা হয় কত সালের কত তারিখে?উত্তর : ১৭ নভেম্বর ১৯৯৯।২০. প্রশ্ন : কিসের অভাবে গলগণ্ড রোগ হয়?উত্তর : আয়োডিন।২১. প্রশ্ন : লাল গ্রহ কাকে বলা হয়?উত্তর : মঙ্গল।২২. প্রশ্ন : এপিকালচার কী?উত্তর : মৌমাছিপালন বিদ্যা।২৩. প্রশ্ন : সিসমোগ্রাফ কী?উত্তর : ভূমিকম্প মাপন যন্ত্র।২৪. প্রশ্ন : বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশ কোনটি?উত্তর : ভারত।এসইউ/এমএস
Advertisement