খেলাধুলা

টস হেরে ব্যাট করতে নেমে বিপর্যয়ে বাংলাদেশ

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হয়েছে বাংলাদেশের টি-২০ সিরিজ। সেন্ট ভিনসেন্টের কিংসটাউনের আর্নস ভ্যালে গ্রাউন্ডে শুরুতেই টস হারলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। টস হারলেও শুরুতে ব্যাট করার সুযোগ পেয়েছেন তিনি।

Advertisement

টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান ক্যারিবীয় অধিনায়ক রোভম্যান পাওয়েল। টস হেরে ব্যাট করতে নেমে অবশ্য শুরু থেকেই বিপর্যয়ে বাংলাদেশ দলের ব্যাটিং। সৌম্য সরকার ছাড়া আর কোনো ব্যাটারই বলতে গেলে সেভাবে দাঁড়াতে পারেননি। একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন।

শেষ পর্যন্ত সৌম্য সরকারও বোল্ড হয়ে ফিরে গেলেন। ৩২ বল খেলে ৪৩ রানে বোল্ড হয়ে যান ওবেদ ম্যাকয়ের বলে। এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ১৬ ওভার শেষে ১০৫। ৭ রান নিয়ে শামীম হোসেন পাটোয়ারী এবং ৯ রান নিয়ে ব্যাট করছেন শেখ মেহেদী হাসান।

টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১৫ রানের মাথায় আউট হন তানজিদ হাসান তামিম। ১১ বলে ৬ রানে আউট হন তানজিদ তামিম। অধিনায়ক লিটন দাস মারলেন গোল্ডেন ডাক। আকিল হোসেইনের হাতে রিটার্ন ক্যাচ দিয়ে ফেরেন লিটন।

Advertisement

এরপর ১১ বলে ৮ রান করে আউট হন আফিফ হোসেইন ধ্রুব। ৩০ রানে ৩ উইকেট হারিয়ে দারুণ বিপদে পড়ে বাংলাদেশ। এরপর সৌম্য সরকার এবং জাকের আলী অনিক মিলে ৫৭ রানের জুটি গড়েন। ২৭ বলে ২৭ রান করে আউট হয়ে যান জাকের আলী অনিক।

এরপর জুটি বাধেন সৌম্য সরকার এবং শেখ মেহেদী হাসান। দলীয় ৯৬ রানের মাথায় বোল্ড হয়ে যান সৌম্য সরকার। সর্বোচ্চ ৪৩ রান করেন তিনি।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান, সৌম্য সরকার, লিটন দাস (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, আফিফ হোসেন, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ।

Advertisement

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

ব্রেন্ডন কিং, জনসন চার্লস, নিকলাস পুরান, আন্দ্রে ফ্লেচার, রোভমান পাওয়েল (অধিনায়ক), রোমারিও শেফার্ড, রস্টোন চেজ, আকিল হোসেইন, গুদাকেশ মোতি, অ্যালজারি জোসেফ, ওবেদ ম্যাককয়।

আইএইচএস/