গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি লক্ষ্য করা যাচ্ছে উল্লেখ করে দেশের জনসাধারণের নিরাপত্তা অনিশ্চিত এবং ছাত্র নাগরিকদের নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণরূপে ব্যর্থ বলে উদ্বেগ প্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
Advertisement
রোববার (১৫ ডিসেম্বর) রাতে সংগঠনের মুখপাত্র উমামা ফাতেমার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগের কথা জানানো হয়েছে৷
বিজ্ঞপ্তিতে বলা হয়,গত ১২ ডিসেম্বর ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিহানকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। গণঅভ্যুত্থানের পক্ষে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে শিহানের অবস্থান পুরোপুরি স্পষ্ট। এই হত্যাকাণ্ডের দুদিন পার না হতেই ছিনতাইকারীদের আঘাতে আহত অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ছাত্র ওয়াজেদ আলী সীমান্ত চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন। আজ (রোববার) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের কক্ষে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব মো. আতাউল্লাহ এবং জাতীয় নাগরিক কমিটির অন্য নেতারা হামলার শিকার হন।
আরও পড়ুন
Advertisement
সেখানে আরও বলা হয়, একের পর এক হামলা ও হত্যাকাণ্ড ঘটতে থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী পুরাপুরি নীরব ভূমিকা পালন করছে। এসব ঘটনায় এখনো পর্যন্ত কোনো অপরাধীদের গ্রেফতার করতে দেখা যায়নি। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও, এমনকি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করলেও পুলিশকে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদের ওপর বারবার হামলা এবং হত্যার বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উদ্বেগ প্রকাশ করছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর স্থবিরতার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে।
বিজ্ঞপ্তিতে পুলিশ বাহিনীর মধ্যে এখনো যেসব ফ্যাসিবাদের দোসর লুকিয়ে আছে, তাদের বিরুদ্ধে অতিদ্রুত ব্যবস্থা নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনা এবং ঘটিত সব হামলা এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে শান্তি নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
এনএস/এমকেআর
Advertisement