শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত দুসপ্তাহ ধরে হাসপাতালে ছিলেন ভারতীয় উপমহাদেশের খ্যাতিমান তবলাশিল্পী ওস্তাদ জাকির হুসেন। তাকে রাখা হয়েছে লাইফ সাপোর্টে। তার অবস্থা সংকটাপন্ন। তবে রোববার দিনগত রাতে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল।
Advertisement
পারিবারিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় আছেন কিংবদন্তি সঙ্গীতজ্ঞ তবলাশিল্পী ওস্তাদ জাকির হোসেন। কদিন পরই ভারতে একটি অনুষ্ঠানে তবলা পরিবেশন করার কথা ছিল তার। শারীরিক অসুস্থতার জন্য সেই অনুষ্ঠান বাতিল করা হয়।
দীর্ঘদিন ধরে রক্তচাপজনিত নানা শারীরিক অসুখে ভুগছিলেন জাকির হোসেন। হৃদ্যন্ত্রে সমস্যা দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয় দেশে-বিদেশের অনুরাগীদের কাছে।
আরও পড়ুন
Advertisement
ওস্তাদ আল্লা রাখার ছেলে ওস্তাদ জাকির হোসেনের জন্ম ১৯৫১ সালে ভারতের মুম্বাইতে। তিন বছর বয়স থেকে তবলার সঙ্গে সখ্য গড়ে ওঠে তার। সাত বছর বয়সে একা মঞ্চে তবলা পরিবেশন করেন। সংগীতে অবদানের জন্য ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন তিনি। চলতি বছর বিশ্বসংগীতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার গ্র্যামি লাভ করেন তিনি।
মূলত ৬৬তম গ্র্যামিতে ‘বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম’ শাখায় ভারতীয় ব্যান্ড ‘শক্তি’র গানের অ্যালবাম ‘দিস মোমেন্ট’ লাভ করে গ্র্যামি। বর্তমানে ‘শক্তি’ ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী শঙ্কর মহাদেবন। তবলাশিল্পী হিসাবে দলটিতে আছেন জাকির হোসেন। দলে বেহালা বাজান গণেশ রাজাগোপালন এবং অন্য তালবাদ্যে ভি সেলভাগণেশ, গিটারে জন ম্যাকলকলিন। ২০২৩ সালের ৩০ জুন ‘দিস মোমেন্ট’ অ্যালবামটি মুক্তি পায়।
পন্ডিত রবিশঙ্কর, ওস্তাদ আমজাদ আলি খান, জর্জ হ্যারিসনের মতো বিশ্বখ্যাত মিউজিশিয়ানদের সঙ্গে তবলায় সঙ্গত করেছেন জাকির হোসেন। ২০১৫ সালে বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে শাস্ত্রীয়সংগীত উৎসবে ঢাকার আর্মি স্টেডিয়ামে তবলায় যন্ত্রসংগীত পরিবেশন করেন ওস্তাদ জাকির হোসেন।
আরএমডি/এমকেআর
Advertisement