বিনোদন

শাবনূরের জন্মদিনে দেখা যাবে সালমানের সঙ্গে সিনেমা

ঢাকাই সিনেমার নন্দিত অভিনেত্রী শাবনূর। ১৭ ডিসেম্বর তার জন্মদিন। এদিন উপলক্ষে দেশের টিভি চ্যানেলগুলোতে প্রচার হবে তার অভিনীত সিনেমা। চ্যানেল আইতে দেখা যাবে সালমান শাহের সঙ্গে ‌‘চাওয়া থেকে পাওয়া’ সিনেমাটি।

Advertisement

আজ থেকে ২৮ বছর আগে ১৯৯৬ সালে চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর পর মুক্তি পায় ‘চাওয়া থেকে পাওয়া’। তখন সালমান-শাবনূর জুটি তুমুল জনপ্রিয়। শাবনূরের জন্মদিন উপলক্ষে চ্যানেল আই আবার প্রচার করতে যাচ্ছে এম এম সরকার পরিচালিত চলচ্চিত্রটি।

এটি চ্যানেল আইতে ১৭ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৩টা ৫ মিনিটে দেখা যাবে।

সালমান শাহ ও শাবনূর জুটির অনবদ্য প্রেম কাহিনি নির্ভর চলচ্চিত্র এটি। চলচ্চিত্রটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর, প্রবীর মিত্র, আহমেদ শরীফ, আনোয়ার হোসেন, দিলদার, ব্ল্যাক আনোয়ার, কাবিলা, ডন প্রমুখ।

Advertisement

‘চাওয়া থেকে পাওয়া’ চলচ্চিত্রের সুর ও সংগীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানের কথা লিখেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল ও আহমদ জামান চৌধুরী। ছবিটিতে আটটি গান রয়েছে, গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কনক চাঁপা, খালিদ হাসান মিলু, শাকিলা জাফর, ও আগুন।

এলএ/জেআইএম